পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Bengal Govt on DA: মহার্ঘ ভাতা বকেয়া নেই, হাইকোর্টে হলফনামা রাজ্যের

পুজোর অনুদান (Puja Donation) নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছে ৷ সেই মামলায় আদালতে হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার ৷ সেখানে রাজ্যের তরফে জানানো হয়েছে যে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বকেয়া নেই ৷

no-da-due-bengal-govt-says-in-affidavit-in-calcutta-high-court
Bengal Govt on DA: মহার্ঘ ভাতা বকেয়া নেই, হাইকোর্টে হলফনামা রাজ্যের

By

Published : Sep 6, 2022, 5:11 PM IST

Updated : Sep 6, 2022, 7:15 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : পুজো অনুদান (Puja Donation) সংক্রান্ত মামলায় রাজ্যের দেওয়া হলফনামায় দাবি করা হয়েছে এখনও পর্যন্ত কোনও মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাকি নেই । পাশাপাশি যেভাবে মহার্ঘ ভাতা ও পুজোর অনুদান বিষয় দু’টিকে যুক্ত করা হয়েছে, তা সঠিক নয় । কারণ, বিষয় দু’টিই সম্পূর্ণ আলাদা ।

এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলার শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘পুজো সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার। সেখানে রাজ্য সরকার অনুপ্রবেশ করে টাকা দিচ্ছে, যা বেআইনি । গত তিন বছর রাজ্য এই টাকা দিচ্ছে নানা অজুহাতে । 2020 সালে সুপ্রিম কোর্টে (Supreme Court) এসএলপি করা হলে, রাজ্য জানায় ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নামে ক্যাম্পেনের প্রচারের জন্য । রাজ্য জানিয়েছিল এই টাকা বাজেটের অন্তর্ভুক্ত ।’’

তিনি আরও বলেন, ‘‘আবার গত বছর বলা হয় মাস্ক-স্যানিটাইজার কেনার জন্য । রাজ্য জনস্বার্থে টাকা খরচ করতে পারে । কিন্তু কিভাবে আশ্বস্ত করবে যে সত্যিই এই টাকা জনগণের কল্যাণে খরচ করা হচ্ছে ? কারণ, আগের বছরগুলোতে টাকা কিভাবে খরচ হয়েছে হিসাব রাজ্য দিতে পারেনি ।’’

Bengal Govt on DA: মহার্ঘ ভাতা বকেয়া নেই, হাইকোর্টে হলফনামা রাজ্যের

আরেক মামলাকারীর তরফে আইনজীবী শমীক বাগচি বলেন, "স্বাস্থ্য সাথী, আমফান ঝড়ের পর টাকা দেওয়ার কথা ছিল, তা এখনও দেওয়া হয়নি । অথচ ক্লাবগুলোকে টাকা দিতে রাজ্য অত্যন্ত তৎপর ।"

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘2010 সাল থেকে এই ধরনের মামলা হচ্ছে হাইকোর্টে । সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে । কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে চায়নি । গত বছরও হাইকোর্ট অনুদান দেওয়ায় সম্মতি দিয়েছিল । রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে তারপর অনুদান দিতে শুরু করে ।’’

তিনি আরও বলেন, ‘‘সুপ্রিম কোর্টে আগেও এই ধরনের মামলায় অনুদান বিলি করার ব্যাপারে সুপ্রিম কোর্ট কখনও স্থগিতাদেশ দেয়নি । ফলে আদালতের এই ব্যাপারে হস্তক্ষেপ না করাই উচিত নয় ।’’

সব পক্ষের বক্তব্য শোনার পর এখনও পর্যন্ত আদালত কোনও নির্দেশ দেয়নি এই মামলায় ৷

আরও পড়ুন :সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা না দিয়ে ক্লাবগুলিকে অনুদান দেওয়ায় ক্ষোভ কর্মচারী ইউনিয়নগুলোর

Last Updated : Sep 6, 2022, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details