পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বনগাঁ পৌরসভা নিয়ে ফের হাইকোর্টে BJP - বনগাঁ পৌরসভা আস্থাভোট

BJP-র অভিযোগ, আগে যাঁরা বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন, সেই কাউন্সিলররাই আবার তৃণমূলে যোগদান করেছেন ৷ তাই নতুন করে অনাস্থা প্রস্তাব সংক্রান্ত বৈঠকের নোটিশ দেওয়া হোক ৷ তারপর অনাস্থা ভোট হোক ৷

কলকাতা হাইকোর্ট

By

Published : Sep 5, 2019, 1:13 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : বনগাঁ পৌরসভার আস্থা ভোট নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হল BJP ৷ BJP-র অভিযোগ, আগে যাঁরা বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন, সেই কাউন্সিলররাই আবার তৃণমূলে যোগদান করেছেন ৷ তাই নতুন করে অনাস্থা প্রস্তাব সংক্রান্ত বৈঠকের নোটিশ দেওয়া হোক ৷ তারপর অনাস্থা ভোট হোক ৷

এ বিষয়ে BJP-র পক্ষ থেকে হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফের সিঙ্গল বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৷ বিচারপতি শরাফ এই বিষয়ে মামলা দায়ের করে আদালতে আসার কথা বলেছেন BJP নেতৃত্বকে ৷ সেই অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে BJP ৷ আজ, দুপুর তিনটে নাগাদ বিচারপতি শরাফের এজলাসে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : হাইকোর্টের নির্দেশ, 14 বছর পর চাকরিতে যোগ দান শিক্ষকের

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট হয়েছে ৷ কিন্তু তৃণমূল থেকে BJP-তে যোগদানকারী যে তিন কাউন্সিলর আগে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন, তাঁরাই ফের তৃণমূলে যোগদান করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details