কলকাতা, 26 অগাস্ট: স্থায়ী, অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে কোনও দপ্তরের কর্মী নিয়োগের আগে নিতে হবে অর্থ দপ্তরের অনুমোদন ৷ নিয়ম বহির্ভূতভাবে সরকারি দপ্তরে নিয়োগ রুখতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দপ্তর ৷
অভিযোগ, রাজ্যের পৌরসভাগুলো নিজেদের মর্জিমাফিক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে থাকে ৷ এবার এসব নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল নবান্নের অর্থ দপ্তর ৷ আজ অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এবার থেকে সরকারি দপ্তরগুলোতে স্থায়ী, অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে কোনও ধরনের কর্মী নিয়োগের আগে অর্থ দপ্তরের অনুমতি নিতে হবে ৷ তাই এবার থেকে এই নিয়মের গেরোয় পড়ে পৌরসভাগুলো আর কোনও নিয়োগ করতে পারবে না ৷ পৌরসভাগুলোকে সতর্ক করতেই আজ এই বিজ্ঞপ্তি জারি কার হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টমহল ৷