পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata on 2024 Polls: নীতীশ-অখিলেশ-হেমন্ত-আমি একসঙ্গে, চব্বিশের খেলা বাংলা থেকেই; হুংকার মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

নীতীশ কুমার (Nitish Kumar), অখিলেশ যাদব, হেমন্ত সোরেন (Hemant Soren) ও আমি (Mamata Banerjee) একসঙ্গে ৷ চব্বিশের লড়াই বাংলা থেকেই হবে ৷ ফের বিরোধী জোটে শান দিয়ে এ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on 2024 Polls)৷

Nitish Kumar, Hemant Soren, Akhilesh Yadav and I will fight 2024 polls together, says Mamata Banerjee
নীতিশ-অখিলেশ-হেমন্ত-আমি একসঙ্গে, চব্বিশের খেলা বাংলা থেকেই; বার্তা মমতার

By

Published : Sep 8, 2022, 4:58 PM IST

Updated : Sep 8, 2022, 7:06 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: নীতীশ কুমার (Nitish Kumar), অখিলেশ যাদব, হেমন্ত সোরেন (Hemant Soren) ও আমি একসঙ্গে আছি ৷ 2024 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের বিরোধী জোটে শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on 2024 Polls)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, 24-এর লোকসভা নির্বাচনে বিরোধী জোটে নির্ণায়ক শক্তি অবশ্যই হবে তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আরও একবার সেই ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 2024 সালে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কংগ্রেস ইতিমধ্যেই ভারত জোড়ো যাত্রা শুরু করেছে । কিন্তু এ দিন সে সব উপেক্ষা করেই বিরোধীদের ফের একজোট করার চেষ্টা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ।

বাংলার মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে বলেন, "2024 সালে দেশজুড়ে যে খেলা হবে, তার শুরুটা হবে পশ্চিমবঙ্গ থেকে ।" একইসঙ্গে তিনি জানান, এই লড়াইয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, জনতা দল ইউনাইটেডের নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তিনি এবং অন্য বিরোধী নেতৃত্ব একসঙ্গেই আছে । অতএব চব্বিশে একজোট হয়েই লড়াই করবে বিরোধীরা । মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবেই জানেন, বিরোধীদের এক ছাদের নীচে আনা গেলে, চব্বিশে বিজেপির লড়াই সহজ হবে না। আর তাই দলীয় কর্মীদের মমতার ভোকাল টনিক, বিরোধীরা একজোট হয়ে গেলে কীভাবে বিজেপি কেন্দ্রে সরকার গঠন করবে !

চব্বিশের খেলা বাংলা থেকেই

এ দিন দলীয় কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, কে কে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, হাত তুলুন । হিম্মত আছে ? ঝাড়খণ্ড বাঁচিয়ে দিয়েছি । পুজোর পরই শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট । তারপর 24-এ এমন খেলা হবে, বুঝবে বিজেপি, ঠেলার নাম বাবাজি । এরপরই হেমন্ত, নীতীশ, অখিলেশ-সহ বিরোধী নেতাদের জোটের প্রসঙ্গ তোলেন তিনি । মমতা বলেন, "ওদিকে হেমন্ত আছে, নীতীশজি আছে । আমরা সবাই আছি । একসঙ্গে হয়ে যাব দেখবেন । রাজীবজির সময় 400 ছিল । ওদের 300 আছে । এই যে নামগুলো বললাম, 100 ওখান থেকেই কমে যাবে ।"

আরও পড়ুন:আমি কি চাকর-বাকর ? দিল্লির অনুষ্ঠানের আগেই বাংলায় নেতাজিকে উদযাপন 'অসম্মানিত' মমতার

আগাগোড়াই এ দিন বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "কাল মলয়, পরশু ববি, তারপর চন্দ্রিমা । অভিষেকের বাচ্চাও দু'বার ঘুরে এসেছে সিবিআই অফিস থেকে । রাজনীতিতে লড়াই করো, আমরা আছি । 2021-এ কি করতে বাকি রেখেছো ? জগাই মাধাই গদাই, এ বার হবে বাই বাই । ভেবেছে স্ট্রং নেতাদের গ্রেফতার করালে, বাকি কর্মীরা ভয় পেয়ে যাবে । কিন্তু জেনে রাখো নিহত সিংহের চেয়ে, আহত সিংহ অনেক ভয়ংকর ।"

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "বিজেপি, আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না । যতই সিবিআই, ইডি কাঁচির চেষ্টা করো । কিছু হবে না। যত কাটবে, আমরা ততই বাড়ব । আমরা শক্তিশালী হব ।" এখানেই শেষ নয়, তাঁর আরও সংযোজন, "পুজো সামনে থাকলেও ব্লকগুলিকে বলব, এই যে এজেন্সির রাজনীতি চলছে বিজেপির, বিশ্বকর্মা পুজোর দিনটা বাদ দিয়ে আন্দোলন গড়ে তুলুন আর তাতে স্লোগান তুলুন, বিজেপির এজেন্সি চাই না, চাকরি চাই । আমাদের টেন্ডেন্সি হচ্ছে কর্মসংস্থান আর ওদের কর্ম সংকোচন ।"

এ দিন এই মঞ্চ থেকে মোদির 'মন কি বাত' কেও আক্রমণ করেছেন মমতা, তিনি বলেন, "আমি চাই বিজেপি বেশি করে এজেন্সি করুক । পরে দেখবেন আইনে সব জিরো । কিচ্ছু নেই । আমরা লড়াই করতে তৈরি । লড়াইয়ের পালটা, লড়াই হবে ৷ গ্যাস, জ্বালানির দাম বাড়িয়ে, এজেন্সি দিয়ে হবে না । মন কি বাত, মন কি ব্যথা হয়ে যাবে ।"

Last Updated : Sep 8, 2022, 7:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details