কলকাতা, 3 মে: তৃতীয়বার ক্ষমতা দখলের পর প্রথম জনসমক্ষে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বাংলাই পারে ৷ এটা বাংলার মানুষের জয় ৷" এ বার সেই বাঙালিকেই কুর্নিশ জানালেন তাঁর দলের আর এক সেনানী মহুয়া মৈত্র ৷ ব্রিটিশ শাসনকালে প্রকাশিত একটি প্রতিবেদনে বাঙালিদের নিয়ে লেখা ভাইসরয় এলগিনের একটি মন্তব্য গর্বের সঙ্গে তুলে ধরেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ পাশাপাশি তিনি ফের একহাত নিয়েছেন নির্বাচন কমিশনকে ৷
রবিবার 200-রও বেশি আসনে বিজেপিকে উড়িয়ে দিয়ে ফের বাংলার মসনদে বসেছে তৃণমূল ৷ এ বারের নির্বাচনে তারা বারবার গুরুত্ব দিয়েছে বাংলা ও বাঙালির আবেগের দিকে ৷ দলের প্রধান স্লোগান ছিল, 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ বিজেপিকে বিঁধতে বারবার তুলে ধরা হয়েছে বহিরাগত তত্ত্ব ৷ রণনীতি কার্যকরী হয়েছে ৷ বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ এই জয়ের জন্য বাংলার জনগণকে কুর্নিশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরই পথে হেঁটে টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও ৷