কলকাতা, 28 জুন : আইনশৃঙ্খলা ঠিকঠাক থাকলে বাংলায় আবার শিল্প আসবে । মত BJP নেত্রী নির্মলা সীতারমনের । দলের জনসংবাদ ব়্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, "আইনশৃঙ্খলার পরিস্থিতি ঠিক থাকলে বাংলায় আবারও শিল্প আসবে । যদি CPI(M), কংগ্রেস ও তৃণমূল বাংলাকে হিংসার জায়গা বানিয়ে না ফেলে তবে নিশ্চয়ই শিল্প আসবে ।"
প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক দিয়েছেন তাও আজ মনে করিয়ে দেন নির্মলা সীতারমন । বিশেষ করে প্রধানমন্ত্রী মৎস্য সম্প্রদায় যোজনা সাধারণ মানুষের জন্য কতটা লাভদায়ক হবে তাও তুলে ধরেন নির্মলা সীতারমন । বলেন, "বাংলায় কম করে চার লাখ মানুষ মৎস্যচাষের সঙ্গে জড়িত । 171টি এমন গ্রাম রয়েছে যেখানকার বাসিন্দারা শুধুমাত্র সামুদ্রিক মাছ ধরে জীবিকা নির্বাহ করেন । গোটা রাজ্যে প্রায় 22 লাখ মানুষ এমন আছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য়চাষের সঙ্গে যুক্ত ।" ভার্চুয়াল ব়্যালিতে উপস্থিত দিলীপ ঘোষ ও রাজ্য BJP -র অন্য নেতাদের তিনি সেই সব গ্রামে গিয়ে সাধারণ মানুষের সামনে কেন্দ্রের এই প্রকল্পের কথা তুলে ধরার আহ্বান জানান ।