পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আইনশৃঙ্খলা ঠিক থাকলে বাংলায় আবার শিল্প আসবে, মত নির্মলার

আজ জনসংবাদ ব়্যালিতে যোগ দেন নির্মলা সীতারমন । সেখানে তিনি বলেন, যদি CPI(M), কংগ্রেস ও তৃণমূল বাংলাকে হিংসার জায়গা না বানিয়ে ফেলে তবে নিশ্চয় শিল্প আসবে ।

Nirmala Sitharaman
নির্মলা সীতারমন

By

Published : Jun 28, 2020, 5:17 PM IST

কলকাতা, 28 জুন : আইনশৃঙ্খলা ঠিকঠাক থাকলে বাংলায় আবার শিল্প আসবে । মত BJP নেত্রী নির্মলা সীতারমনের । দলের জনসংবাদ ব়্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, "আইনশৃঙ্খলার পরিস্থিতি ঠিক থাকলে বাংলায় আবারও শিল্প আসবে । যদি CPI(M), কংগ্রেস ও তৃণমূল বাংলাকে হিংসার জায়গা বানিয়ে না ফেলে তবে নিশ্চয়ই শিল্প আসবে ।"

প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক দিয়েছেন তাও আজ মনে করিয়ে দেন নির্মলা সীতারমন । বিশেষ করে প্রধানমন্ত্রী মৎস্য সম্প্রদায় যোজনা সাধারণ মানুষের জন্য কতটা লাভদায়ক হবে তাও তুলে ধরেন নির্মলা সীতারমন । বলেন, "বাংলায় কম করে চার লাখ মানুষ মৎস্যচাষের সঙ্গে জড়িত । 171টি এমন গ্রাম রয়েছে যেখানকার বাসিন্দারা শুধুমাত্র সামুদ্রিক মাছ ধরে জীবিকা নির্বাহ করেন । গোটা রাজ্যে প্রায় 22 লাখ মানুষ এমন আছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য়চাষের সঙ্গে যুক্ত ।" ভার্চুয়াল ব়্যালিতে উপস্থিত দিলীপ ঘোষ ও রাজ্য BJP -র অন্য নেতাদের তিনি সেই সব গ্রামে গিয়ে সাধারণ মানুষের সামনে কেন্দ্রের এই প্রকল্পের কথা তুলে ধরার আহ্বান জানান ।

জনসংবাদ ব়্যালিতে বক্তব্য পেশ করছেন নির্মলা সীতারমন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মৎস্য সম্প্রদায় যোজনার মাধ্যমে উপভোক্তারা ফিশিং হারবার খুলতে পারেন বা হিমঘর খুলতে পারেন বা মৎস্যজীবীদের জন্য বিশেষ FPO প্রস্তুত করার সুবিধাও পাবেন এই প্রকল্পের মাধ্যমে ।

একইসঙ্গে আমফান মোকাবিলায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও তোলেন নির্মলা সীতারমন । বলেন, "CESC, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পৌরনিগম, এই তিনটি সংস্থার মধ্যে কোনও সমন্বয় না থাকার ফল ভুগতে হয়েছে সাধারণ মানুষকে । কলকাতার মতো একটি মেট্রো শহরেও ছ'দিন ধরে বিদ্যুৎ ছিল না । মানুষের ঘরে পাম্প চলেনি । ঘরে জল নেই । এমনভাবেই কেটেছে কলকাতাবাসীর দিন । " আগাম সতর্কতা থাকা সত্ত্বেও কমপক্ষে 40 জন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলেও অভিযোগ করেন তিনি । বলেন, "রাজ্য প্রশাসন যদি যথাযথ সতর্কতা অবলম্বন করত তবে এমনটা হত না । 40 জন মানুষের প্রাণ বাঁচানো যেত ।"

ABOUT THE AUTHOR

...view details