পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মেডিকেলেও 'রাজনীতির গন্ধ'; দেরি করলেই অ্যাবসেন্ট, সতর্কতা নির্মলের - nirmal majhi

কলকাতা মেডিকেল কলেজে আচমকা গতকাল হাজির হন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাজি। বলেন, "অভিযোগ আসছিল, বেশ কয়েকজন কর্মী দেরি করে আসছেন। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করার উদ্দেশেই এই ধরনের কাজ। তাঁদের আমি সতর্ক করছি। দেরি করলে শোকজ় করা হবে। সাড়ে ৯টার মধ্যে সবাইকে হাজির থাকতে হবে। ১০টা থেকে সাড়ে ১০টায় এলে অ্যাবসেন্ট করে দেওয়া হবে।"

নির্মল মাজি(ছবি সৌজন্যে : ফেসবুক)

By

Published : Mar 17, 2019, 10:16 AM IST

কলকাতা, ১৭ মার্চ : দেরি করলে শোকজ়, বেশি দেরিতে অ্যাবসেন্ট। বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে মেডিকেলে কর্মীদের অনিয়মিত উপস্থিতি শুধরাতে এবং সরকারের ভাবমূর্তি ঠিক রাখতে গতকাল এই নিয়মগুলি উল্লেখ করে সবাইকে সতর্ক করলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাজি। গতকাল আচমকা কলকাতা মেডিকেল কলেজে হাজির হন তিনি। দেখেন বেশ কয়েকজন কর্মী দেরিতে এসেছেন। মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসও সময়মতো উপস্থিত ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে হাজিরা দেওয়ার খাতায় তিনি নোট দেন বলে জানা গেছে। এবিষয়ে তিনি বলেন, "অভিযোগ আসছিল, বেশ কয়েকজন কর্মী দেরি করে আসছেন। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করার উদ্দেশেই এই ধরনের কাজ। তাঁদের আমি সতর্ক করছি। দেরি করলে শোকজ় করা হবে। সাড়ে ৯টার মধ্যে সবাইকে হাজির থাকতে হবে। ১০টা থেকে সাড়ে ১০টায় এলে অ্যাবসেন্ট করে দেওয়া হবে।"

গতকাল সকালে হঠাৎই নির্মলবাবু হাজির হন কলকাতা মেডিকেল কলেজে। তিনি সময়মতো এলেও কর্মীরা সকলে সময়ে উপস্থিত ছিলেন না। নির্মলবাবু বলেন, "সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। সরকারের এই ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছা করে দেরি করে আসছে। এই বিষয়ে আমরা নজর রাখছি। আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ছিলাম‌। কয়েকজন দেরি করে এসেছেন। আবার আমার আসার খবর পেয়ে বেশ কয়েকজন তড়িঘড়ি চলে এসেছেন। অনেকেই মনে করেছিলেন, ছুটি কাটাবেন। আসি যাই মাইনে পাই। ব্যাপারটা এরকম।" তবে বেশিরভাগ ডাক্তার ও সুপার তো সময়ের আগেই চলে এসেছেন। এপ্রসঙ্গে তিনি বলেন, "অ্যাসিসটেন্ট সুপারিনটেনডেন্টদের মধ্যে দু'তিনজন দেরি করে এসেছেন।"

হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখার পর তাঁর লেখা নোট প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান কোনও নোট দেওয়া হয়নি। বলেন, "বায়োমেট্রিক পদ্ধতিতে হাসপাতালে হাজিরা দেওয়ার পদ্ধতি চালু রয়েছে। একই সঙ্গে, হাজিরা দেওয়ার জন্য খাতায় সই করার ব্যবস্থাও চালু রয়েছে। তবে খাতায় হাজিরা দেওয়াটা বাধ্যতামূলক নয়।"

এপ্রসঙ্গে MSVP ইন্দ্রনীলবাবুর সাথে কথা বলা হলে তিনি শুধু বলেন, "১০টার পরে এলে হাফ CL নিতে হয়। না হলে ছুটি নিতে হয়‌।"

ABOUT THE AUTHOR

...view details