কলকাতা, 2 জুলাই : কোরোনায় আক্রান্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজ়েস (NICED)-এর শীর্ষ আধিকারিককে হাসপাতালে ভরতি করা হল । কলকাতার বেসরকারি একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ।
কোরোনায় আক্রান্ত NICED-এর শীর্ষ আধিকারিকের অবস্থা স্থিতিশীল - কোরোনা ভাইরাস
NICED-এর শীর্ষ আধিকারিক চিকিৎসকদের পরামর্শে ঘরে থেকে কোরোনার চিকিৎসা করাচ্ছিলেন । পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় EM বাইপাসে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ।
মঙ্গলবার জানা যায়, কলকাতায় অবস্থিত NICED-এর ওই আধিকারিক কোরোনায় আক্রান্ত হয়েছেন । এরপর তিনি বেলেঘাটা ID হাসপাতালে যান । সেখানকার চিকিৎসকদের একটি দল তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন । সূত্রের খবর, ওই আধিকারিক চিকিৎসকদের কাছে জানতে চেয়েছিলেন যে তাঁকে হাসপাতালে ভরতি হতে হবে কি না । তার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা তাঁকে বাড়িতে থেকে চিকিৎসা করাতে পারবেন বলে জানিয়েছিলেন । তাই তিনি হাসপাতালে ভরতি না হয়ে বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন ।
এরপর রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । এর পর তাঁকে হাসপাতালে ভরতি করার সিদ্ধান্ত নেওয়া হয় । EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল । বেলেঘাটা ID সূত্রে খবর, কয়েক দিন আগে NICED-এর শীর্ষ স্তরের ওই আধিকারিক অসুস্থবোধ করেন । যার জেরে কর্মস্থান থেকে তাঁকে বাড়িতে ফিরে যেতে হয় । তাঁর সোয়াবের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য । সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত । তাঁর শরীরে কোরোনার কিছু উপসর্গও ছিল ।