পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কর্নাটক থেকে ধৃত লস্কর জঙ্গি, যোগাযোগ ছিল তানিয়া পারভিনের সঙ্গে

বাদুড়িয়া থেকে ধৃত লস্কর-ই-তইবা জঙ্গি তানিয়া পারভিনের সঙ্গে যোগ ছিল ইদ্রিসের । তানিয়ার ফোন থেকে প্রাথমিকভাবে এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা ।

one lashkar e taiba terrorist arrested from Karnataka
কর্নাটক থেকে গ্রেপ্তার লস্কর জঙ্গি

By

Published : Nov 11, 2020, 12:21 PM IST

কলকাতা, 11 নভেম্বর : জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য পেল NIA । আজ সকালে কেন্দ্রীয় তদন্তকারী দলের কলকাতা শাখার গোয়েন্দারা লস্কর-ই-তইবার এক জঙ্গিকে কর্নাটক থেকে গ্রেপ্তার করেন । ধৃত ইদ্রিস নবি জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহের কাজ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে । বাদুড়িয়া থেকে ধৃত লস্কর-ই-তইবা জঙ্গি তানিয়া পারভিনের সঙ্গে তার যোগাযোগ ছিল । তানিয়ার ফোন ঘেঁটে সেই তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা । ধৃতের সঙ্গে ISI-এর যোগসূত্র আছে বলে জানতে পেরেছেন তাঁরা ।

বাদুড়িয়ার মালেপুর গ্রাম থেকে 19 মার্চ গ্রেপ্তার হয় 23 বছরের তানিয়া । রাজ্যের স্পেশাল টাস্কফোর্স গ্রেপ্তার করে তাকে । তানিয়ার ভাই কলেজ ছাত্র । তারা দুই বোন । বাবা রাজমিস্ত্রির কাজ করেন । ক্লাস ইলেভেনে পড়ার সময়ই ডার্ক ওয়েবের ব্যবহার জানতে পারেন তানিয়া । পাশাপাশি তার মধ্যে ধর্মের বিষয়ে উগ্রতা দেখা যায় । প্রত্যেকের সঙ্গে মেলামেশাও বন্ধ করে দেয় । স্কুলের গণ্ডি টপকে কলকাতার মৌলানা আজাদ কলেজে পড়াশোনা করত তানিয়া । সেখান থেকে 67 শতাংশ নম্বর পেয়ে স্নাতক হয় । পরে ভরতি হয় স্নাতকোত্তর স্তরে ।

তানিয়ার কাছ থেকে উদ্ধার হয় একটি ডায়েরি, দু'টি মোবাইল ফোন, দু'টো সিম কার্ড, ছবি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর । জানা যায়, সে ঘনঘন পাকিস্তানে যোগাযোগ করত । এমনকী তার বিরুদ্ধে হানিট্র্যাপের অভিযোগও ওঠে । পশ্চিম ভারতের সেনাবাহিনীর একজনের সঙ্গে তার চ্যাটের রেকর্ড গোয়েন্দারা পান বলে সূত্রের খবর । ঘটনার গভীরতা বুঝতে পেরে তানিয়া পারভিনের মামলার তদন্তভার নেয় NIA । তাকে হেপাজতে নেওয়ার পর বাদুড়িয়ার বাড়িতে তল্লাশি চালায় গোয়েন্দারা ।

NIA জানতে পেরেছে, একজন লিঙ্কম্যানের মাধ্যমে তার সঙ্গে লস্কর-ই-তইবার শীর্ষ নেতাদের যোগাযোগ হত । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 121 (a) 120 (b) 124(a) ধারা এবং দেশদ্রোহিতা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে । সেই অভিযোগে প্রথম চার্জশিট পেশ করেছে তদন্তকারীরা । আজ কর্নাটক থেকে ধৃত ইদ্রিস নবি সেই লিঙ্কম্যান কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details