পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এখনই গ্রেফতার নয় ছত্রধরকে, নির্দেশ হাইকোর্টের - এনআইএ

প্রায় 12 বছরের পুরনো দু’টি মামলায় ছত্রধর মাহাতকে গ্রেফতার করতে মরিয়া এনআইএ ৷ কিন্তু কলকাতা নগর দায়রা আদালতের নির্দেশ, গ্রেফতার নয়, প্রয়োজনে জেরা করা যাবে ছত্রধরকে ৷ এই নির্দেশের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে আপিল করে এনআইএ ৷ শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, এখনই গ্রেফতার করা যাবে না ছত্রধরকে ৷ তবে ছত্রধরও রাজ্যের বাইরে যেতে পারবেন না ৷ আগামী 24 মার্চ এই মামলার পরবর্তী শুনানি ৷

wb_kol_01_chhatradhar -not -to -go -outside- west bengal_10003
এখনই গ্রেফতার নয় ছত্রধরকে, নির্দেশ হাইকোর্টের

By

Published : Mar 5, 2021, 12:30 PM IST

কলকাতা, 5 মার্চ: এখনই গ্রেফতার করা যাবে না তৃণমূল নেতা ছত্রধর মাহাতকে ৷ শুক্রবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ একইসঙ্গে ছত্রধরের রাজ্যের বাইরে যাওয়ার উপরও জারি হল নিষেধাজ্ঞা ৷ আগামী 24 মার্চ ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷

2009 সালে লালগড় থানায় একটি অভিযোগ দায়ের করা হয় তৎকালীন জনসাধারণ কমিটির নেতা ছত্রধরের বিরুদ্ধে ৷ অভিযোগ ছিল, বাঁশপাহাড়িতে রাজধানী এক্সপ্রেসকে পণবন্দী করার নেপথ্যে ছিলেন তিনিই ৷ পরবর্তীতে লালগড় থানাতেই আরও একটি অভিযোগ দায়ের হয় ছত্রধর-সহ 27 জনের বিরুদ্ধে ৷ এবার অভিযোগ ছিল খুনের ৷ সিপিএম কর্মী প্রবীর ঘোষকে খুনের অভিযোগ ওঠে ছত্রধর-সহ বাকিদের বিরুদ্ধে ৷

এদিকে, দীর্ঘকাল জেলবন্দী থাকার পর জামিনে মুক্ত হন ছত্রধর ৷ যোগ দেন তৃণমূলে ৷ জঙ্গলমহলে দলের প্রচারের দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এই পরিস্থিতিতে চলতি বছরই ফের ছত্রধরের বিরুদ্ধে এনআইএ-কে তদন্তের নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ আনা হয় ছত্রধরের বিরুদ্ধে ৷

আরও পড়ুন:ছত্রধরকে গ্রেফতারে মরিয়া এনআইএ, নিম্ন আদালতের নথি চাইলেন বিচারপতি

এরপরই ছত্রধর-সহ সংশ্লিষ্ট 27 জনকে গ্রেফতার করতে তৎপর হয় এনআইএ ৷ কিন্তু কলকাতা নগর দায়রা আদালত জানিয়ে দেয়, ছত্রধরদের গ্রেফতার করা যাবে না ৷ শুধুমাত্র প্রয়োজনে জেরা করা যাবে ৷ এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করে এনআইএ ৷

শুক্রবার প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয় ৷ আদালত জানিয়ে দেয়, আপাতত গ্রেফতার করা যাবে না ছত্রধর মাহাতকে ৷ পাশাপাশি, ছত্রধরও রাজ্যের বাইরে কোথাও যেতে পারবেন না ৷ আগামী 24 মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে ৷ কারণ, আগামী 15 দিন প্রধান বিচারপতি সার্কিট বেঞ্চের কাজে ব্য়স্ত থাকবেন, তাই 24 তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details