কলকাতা, 10 সেপ্টেম্বর : ঝাড়খণ্ডের নতুন বিধানসভা ভবন ও হাইকোর্ট ভবন পরিবেশ আইন অগ্রাহ্য করে নির্মাণ করা হয়েছে । জানাল, জাতীয় পরিবেশ আদালতের ইস্টার্ন বেঞ্চ । ঝাড়খণ্ডের নতুন বিধানসভা ভবন নির্মাণ ও হাইকোর্ট ভবন নির্মাণের জন্য যথাক্রমে 47 কোটি টাকা ও 66 কোটি টাকা জরিমানা করল জাতীয় পরিবেশ আদালত ।
আদালতের মতে, পরিবেশ আইনের 113 ধারায় বলা আছে যে কোন নতুন নির্মাণের আগে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র বাধ্যতামূলক । সেই আইনকে অগ্রাহ্য করে ঝাড়খণ্ড সরকার বিধানসভা ভবন ও হাইকোর্ট ভবন নির্মাণ করেছে । এছাড়াও রাজ্যের আরও 19 টি বিল্ডিংকে চিহ্নিত করা হয়েছে যা পরিবেশের ক্ষতি করে চলেছে বলে আদালতের পর্যবেক্ষণ ।