পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Leader of Opposition : বিরোধী দলনেতাহীন কলকাতা পৌরনিগম গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, মত সংবিধান বিশেষজ্ঞের - Latest News on KMC Election 2021 Results

কলকাতা পৌরনিগমে বিরোধী দলনেতার পদ পেতে গেলে কোনও রাজনৈতিক দলকে অন্তত 15টি আসনে জিততে হবে ৷ এবার বিরোধীদের কাউন্সিলর সংখ্যা তার ধারেকাছেই নেই ৷ তাই এবার বিরোধী দলনেতার পদ কলকাতা পৌরনিগমে শূন্যই থাকছে (next kmc board will run without leader of opposition) ৷

next kmc board will run without leader of opposition
KMC Leader of Opposition : বিরোধী দলনেতাহীন কলকাতা পৌরনিগম গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, মত সংবিধান বিশেষজ্ঞের

By

Published : Dec 22, 2021, 8:24 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর :2015-তেও ছিল না । এবারও হল না । কলকাতা পৌরনিগমে এবারও থাকছেন না কোনও বিরোধী দলনেতা (next kmc board will run without leader of opposition) । বামফ্রন্ট, কংগ্রেস বা বিজেপি কোনও বিরোধী রাজনৈতিক দলই সেই যোগ্যতা অর্জন করতে পারেনি ।

তবে পরপর দু’বার বিরোধী দলনেতা না থাকা গণতন্ত্রের পক্ষে বিপদজনক বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞ এবং তৎকালীন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় । তিনি বলেন, ‘‘এটা ঠিক যে জনতার রায়তেই এই বিরোধী দলনেতা না থাকার পরিস্থিতি তৈরি হয়েছে । কিন্তু প্রশ্নটা হল বিজয়ী দল কি আদৌ বিরোধী পরিসর চায় ?’’

নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি৷ বলেছেন, ‘‘মনে তো হয় না । এর আগে বিজয়ী দলের বহু নেতার ভাষাতেই ফুটে উঠেছে বিরোধী পরিসর না থাকার চরম আকাঙ্খা । সেই বিরোধী না থাকার আকাঙ্ক্ষাতেই এই দেদার ভোট লুঠ এবং নির্বাচনী সন্ত্রাস ।’’

তিনি মনে করেন, ‘‘এটা গণতন্ত্রের পক্ষে শুধু দুৰ্ভাগ্যজনকই নয়, বিপদজনকও বটে । মনে রাখতে হবে যে এই বিরোধী শূন্য পরিসর রাখার প্রচেষ্টা শুরু হয়েছিল হিটলারের জমানার নাৎসি জার্মানিতে । হিটলার কিন্তু জনগণের ভোটেই জিতে এসেছিলেন ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, কলকাতা পৌরনিগমে বিরোধী দলনেতার পদ পেতে গেলে কোনও রাজনৈতিক দলের কাছে ন্যূনতম 15 জন কাউন্সিলর থাকা প্রয়োজন ৷ যা পৌরসভার মোট ওয়ার্ডের 10 শতাংশ ।

আরও পড়ুন :CPI files Case on KMC Election 2021 : কমিশনের ব্যর্থতা ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে কলকাতার দুই সিপিআই প্রার্থী

এবার নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে 134টি ওয়ার্ডে ৷ বিজেপি তিনটিতে, বামফ্রন্ট দু’টিতে, কংগ্রেস দু’টিতে এবং নির্দল তিনটিতে জিতেছে । অর্থাৎ বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস এবং নির্দল মিলেও 15জন কাউন্সিলর হচ্ছে না । ওদিকে আবার বিজয়ী তিন নির্দল কাউন্সিলরই জেতার পরেই তৃণমূলের দিকে পা বাড়িয়েছে । তাই বিরোধী দলনেতার পদ এবার শূন্যই থাকছে কলকাতা পৌরনিগমে ৷

ABOUT THE AUTHOR

...view details