পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নিউটাউনের নাম থাক জ্যোতি বসু নগর-ই, ফের মুখ্যমন্ত্রীকে চিঠি সুজনের - mamata bannerjee

জ্যোতি বসুর নামেই হোক নিউটাউনের নাম। মুখ্যমন্ত্রীকে চিঠি সুজন চক্রবর্তীর । এই প্রস্তাব নিয়ে ফের বিধানসভায় সরব হন তিনি ।

সুজন চক্রবর্তী

By

Published : Jul 8, 2019, 10:03 PM IST

Updated : Jul 8, 2019, 11:05 PM IST

কলকাতা, 8 জুলাই: নিউটাউনের নাম জ্যোতি বসুর নামেই করা হোক। এই প্রস্তাব নিয়ে আজ ফের বিধানসভায় সরব হলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দেন তিনি।

রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় কলকাতার উপকণ্ঠে রাজারহাট এবং তৎসংলগ্ন এলাকায় একটি পরিকল্পিত শহর গড়ে ওঠে । সেই সময়, আবাসনমন্ত্রী ছিলেন গৌতম দেব । এনিয়ে পরামর্শের পাশাপাশি তাঁকে উৎসাহ দিয়েছিলেন জ্যোতি বসু । তৎকালীন বামফ্রন্ট সরকার বিধানসভার সিদ্ধান্তক্রমে নবগঠিত এই শহরটির নাম রাখে "জ্যোতি বসু নগর"।

চিঠিতে সুজন চক্রবর্তী লিখেছেন, "এটা বড়ই পরিতাপের বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার "জ্যোতি বসু নগর" নামকরণ বাতিল করে দেয়। সংশ্লিষ্ট বিষয়টি বড়ই বেমানান । পরম্পরা বিরোধী । কোনওভাবেই বিষয়টি প্রশাসনিক পরিচালনায় গণতান্ত্রিকবোধ সম্পন্ন নয় ।"

শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

আজ জ্যোতি বসুর 106তম জন্মবার্ষিকী । কথায় কথায় স্মৃতিচারণা করেন সুজনবাবু । তিনি বলেন, "কমরেড জ্যোতি বসু বাংলার সমাজ জীবনের কিংবদন্তী । 46 সালে বিধানসভার সদস্য । তার আগে শ্রমিক-কৃষক আন্দোলনে যুক্ত থেকেছেন । ব্যারিস্টারি পাশ করে এসে দলের সর্বক্ষণের কর্মী হয়েছেন । 46 সালে বিধায়ক । 2001 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন । এরপর স্বেচ্ছায় অবসর নিলেও শেষ জীবন পর্যন্ত পার্টির সঙ্গে ছিলেন ।"

Last Updated : Jul 8, 2019, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details