কলকাতা, 10 জুন :নিউটাউনের (Newtown Shoot out) সাপুরজির যে ফ্ল্যাটে গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার এবং যশপ্রীত সিংহ থাকত, সেই ফ্ল্যাটের মালিকের হদিশ মিলল । জানা গিয়েছে, ফ্ল্যাটের মালিকের নাম সাবির মোল্লা । তিনি কলকাতার বেলেঘাটা সিআইটি রোড এলাকায় থাকেন ৷ তবে তাঁর আদতে বাড়ি বিহারে ৷ সূত্রের খবর, তাঁকে এসটিএফের অফিসে ডেকে পাঠানো হয়েছে ৷
কীভাবে সাবিরের ফ্ল্যাটে দুষ্কৃতীরা থাকতে শুরু করল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা । ফ্ল্যাটের মালিকের সঙ্গে দুই গ্যাংস্টারের কীভাবে পরিচয় হল, তাঁদের আগে থেকে পরিচয় ছিল কি না, কার সূত্র মারফত তাঁদের পরিচয় - এমনই নানা তথ্য জানার চেষ্টা চালানো হচ্ছে । ফ্ল্যাটের মালিক আদৌ দুষ্কৃতীদের সঙ্গে কোনও লেনদেনে জড়িয়ে পড়েছিলেন কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
সূত্র মারফত জানা গিয়েছে, সুশান্ত সাহা নামে এক দালালের মারফত ফ্ল্যাট ভাড়া নেয় জয়পাল ও তার সঙ্গীরা । একটি ওয়েবসাইটের মাধ্যমে দালালের সঙ্গে যোগাযোগের কথা উঠে আসছে । মাসিক 15,000 টাকা ভাড়া ও অগ্রিম এককালীন 25 হাজার টাকার বিনিময় এক কামরার ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল । তবে গত মাসেই দুষ্কৃতীরা সেখানে উঠেছিল বলে সূত্রের দাবি ।