পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Newtown Shoot-out: নিউটাউনে নিহত 2 গ্যাংস্টারের ফ্ল্য়াটের মালিককে তলব তদন্তকারীদের - ফ্ল্য়াটের মালিককে তলব

নিউটাউনে (Newtown Shoot out) নিহত দুই গ্যাংস্টার যে ফ্ল্যাটে থাকত, তার মালিককে ডেকে পাঠালেন তদন্তকারীরা ৷ কীভাবে মালিকের সঙ্গে দুষ্কৃতীদের আলাপ হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷

newtown-shoot-out-follow-up-flat-owner-to-be-interrogated
নিউটাউনে মৃত গ্যাংস্টারদের ফ্ল্য়াটের মালিককে তলব তদন্তকারীদের

By

Published : Jun 10, 2021, 1:20 PM IST

কলকাতা, 10 জুন :নিউটাউনের (Newtown Shoot out) সাপুরজির যে ফ্ল্যাটে গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার এবং যশপ্রীত সিংহ থাকত, সেই ফ্ল্যাটের মালিকের হদিশ মিলল । জানা গিয়েছে, ফ্ল্যাটের মালিকের নাম সাবির মোল্লা । তিনি কলকাতার বেলেঘাটা সিআইটি রোড এলাকায় থাকেন ৷ তবে তাঁর আদতে বাড়ি বিহারে ৷ সূত্রের খবর, তাঁকে এসটিএফের অফিসে ডেকে পাঠানো হয়েছে ৷

কীভাবে সাবিরের ফ্ল্যাটে দুষ্কৃতীরা থাকতে শুরু করল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা । ফ্ল্যাটের মালিকের সঙ্গে দুই গ্যাংস্টারের কীভাবে পরিচয় হল, তাঁদের আগে থেকে পরিচয় ছিল কি না, কার সূত্র মারফত তাঁদের পরিচয় - এমনই নানা তথ্য জানার চেষ্টা চালানো হচ্ছে । ফ্ল্যাটের মালিক আদৌ দুষ্কৃতীদের সঙ্গে কোনও লেনদেনে জড়িয়ে পড়েছিলেন কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।

সূত্র মারফত জানা গিয়েছে, সুশান্ত সাহা নামে এক দালালের মারফত ফ্ল্যাট ভাড়া নেয় জয়পাল ও তার সঙ্গীরা । একটি ওয়েবসাইটের মাধ্যমে দালালের সঙ্গে যোগাযোগের কথা উঠে আসছে । মাসিক 15,000 টাকা ভাড়া ও অগ্রিম এককালীন 25 হাজার টাকার বিনিময় এক কামরার ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল । তবে গত মাসেই দুষ্কৃতীরা সেখানে উঠেছিল বলে সূত্রের দাবি ।

আরও পড়ুন:Shoot out : নিউটাউনে এসটিএফ-দুষ্কৃতী গুলির লড়াই, হত 2

পঞ্জাব পুলিশ বুধবার প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়ে দেয়, 15 মে পঞ্জাবের দুই পুলিশ কর্তাকে খুন করে বাংলায় ঢুকেছিল নিহত দুই গ্যাংস্টার । 22 মে থেকে আবাসনে আত্মগোপন করে ছিল দুই দুষ্কৃতী । কীভাবে এত অল্প সময়ের মধ্যে তারা ফ্ল্যাট ভাড়া পেয়ে গেল, সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের ।

সাপুরজির আবাসনের বাসিন্দারা সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন । তাঁদের বক্তব্য, ফ্ল্যাটে কারা এসে থাকছে, কতদিন থাকছে, তার খতিয়ান নেই আবাসন কর্তৃপক্ষের কাছে ।

আরও পড়ুন: বীরভূম-লিঙ্ক কাজে লাগিয়েই কেল্লাফতে রাজ্য গোয়েন্দাদের

বেশ কয়েক দিন ধরে নিউটাউনে দুষ্কৃতীরা ছিল বলে সূত্র মারফৎ খবর পায় পুলিশ ৷ সেই মত গতকাল পুলিশ ও এসটিএফ তল্লাশি শুরু করে ৷ তখনই এসটিএফকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ নিহত দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও যশপ্রীত সিংহ পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড বলে জানা গিয়েছে ৷ এই রাজ্যে আগ্নেয়াস্ত্র পাচারে তারা যুক্ত ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details