পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চাকরি আদায়ে লিফলেট বিলি, নয়া পদক্ষেপ SSC-র চাকরিপ্রার্থীদের - job seekers

এবার আন্দোলনকে আরও জোরদার করতে নয়া পদক্ষেপ SSC-র অনশনরতদের।

ফাইল ফোটো

By

Published : Mar 14, 2019, 6:12 AM IST

কলকাতা, ১৪ মার্চ : রিলে অনশন থেকে টানা অনশন। অনশনের ১৪ দিন পার হয়ে গেছে। দাবি পূরণ হয়নি আন্দোলনকারীদের। তাই এবার নতুন পদক্ষেপ নিলেন নবম থেকে দ্বাদশ শ্রেণির ওয়েটিং লিস্টে থাকা অনশনরত SSC-র চাকরিপ্রার্থীরা। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, নিজেদের দাবি আদায়ের জন্য প্রচার করবেন। এই প্রচার কর্মসূচিতে লিফ্টলেট বিলি থেকে শুরু করে নির্বাচনী প্রচারের পোস্টারের পাশে তাঁদের আন্দোলনের পোস্টার লাগানোর মতো পদক্ষেপ থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে রিলে অনশন শুরু করেছিলেন এই অনশনকারীরা। অনশনের কিছুদিনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবি ও সমস্যার কথা জানান তাঁরা। তাঁদের সমস্যা ও দাবি শুনে মৌখিক আশ্বাস দিলেও লিখিত কোনও আশ্বাস দেননি শিক্ষামন্ত্রী। লিখিত আশ্বাস না পাওয়ায় অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা। তারপরই শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, অনশন না তুললে তিনি আর কোনও কথা বলবেন না। লিখিত আশ্বাস না পেয়ে অনশন তুলতে নারাজ হন চাকরি প্রার্থীরা। তাঁরা চান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। কিন্তু, তারপরও মেলেনি কোনও সমাধান। ফলে আন্দোলনকে আরও জোরদার করতে রিলে অনশন থেকে টানা অনশন করার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। আজ সেই টানা অনশনের তৃতীয় দিন। আজকের পরিস্থিতি নিয়ে অনশন কর্মসূচিতে নেতৃত্ব প্রদানকারী তানিয়া শেঠ বলেন, "অনশনের ১৪ দিন পার হয়ে গেল। ইতিমধ্যেই মোট ৫২ জন অসুস্থ হয়েছেন। এখান থেকে অসুস্থ হওয়া একজনের ডেঙ্গি হয়েছে। এই অনশন মঞ্চ থেকে তাঁর ডেঙ্গি হয়ে গেছে। এই সমস্ত পরিস্থিতি মিলিয়ে অবস্থা খুবই সংকটাপন্ন। খুবই খারাপ অবস্থায় আমরা রয়েছি। দিনের বেলায় খুব রোদ, যার জন্য সমস্যা হচ্ছে। বারবার বিভিন্ন জন অসুস্থ হয়ে পড়ছেন।"

অনশন মঞ্চ থেকে কারও ডেঙ্গি তো কারও গর্ভপাত হচ্ছে। তবুও স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোনও সদুত্তর পাচ্ছেন না অনশনকারীরা। এই পরিস্থিতিতে আন্দোলনের আগামী পদক্ষেপ কী হবে? তানিয়া শেঠ বলেন, "আমাদের উদ্দেশ্য প্রথম থেকে একটাই ছিল, এখনও একটাই আছে। চাকরি না পাওয়া পর্যন্ত উঠব না। যেহেতু ভোটের নির্ঘণ্ট বেজে গেছে, ভোট শুরু হয়ে যাচ্ছে। নির্বাচনের প্রচারের হচ্ছে। আমরা এই সময় আমাদের প্রচারটাকেও জোর কদমে চালিয়ে যেতে চাইছি আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। সেগুলোর মাধ্যমে আমাদের আন্দোলনটাকে আরও বেশি জোরদার করার চেষ্টায় রয়েছি।" এই প্রচার কীভাবে করার ভাবনা চিন্তা করা হচ্ছে? তানিয়া বলেন, "আমরা বিভিন্ন লিফলেট বিলি করতে চাইছি। পোস্টারিং করতে চাইছি। এই ছয় বছরে আমাদের মধ্যে অনেক প্রার্থী রয়েছেন যাঁরা সুইসাইড করেছেন এই নিয়োগের জন্য। তাঁদের উদ্দেশ্যে আমরা স্মরণসভা করতে চাই। বিভিন্নভাবে আমরা প্রচার করতে চাইছি।"

ABOUT THE AUTHOR

...view details