কলকাতা, 7 জানুয়ারি : দিনদুয়েক আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। আর তার পরই সোশাল মিডিয়ায় পোস্ট করে তৈরি করলেন নতুন জল্পনা। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন লক্ষ্মী। আর লিখেছেন, "একজন প্রকৃত নেতৃত্ব বা অধিনায়ক শুধু নিজে খেলে না, তার দলকেও খেলতে সাহায্য করে।"
কেন এমন পোস্ট করলেন লক্ষ্মী, সঙ্গে সঙ্গে নানা মহলে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তাহলে কি আগামিদিনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পথ চলবেন তিনি? নাকি অধিনায়ক সৌরভ যেভাবে সতীর্থদের পাশে দাঁড়াতেন, সেই কথা তুলে লক্ষ্মী আসলে বিঁধলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? কারণ, রাজনৈতিক ও প্রশাসনিক জীবনে লক্ষ্মীর 'ক্যাপ্টেন' তো ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে তাঁর আপ্তসহায়ক নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন লক্ষ্মীর গাওয়া একটি গান। যা আদতে কিশোর কুমারের গাওয়া। এর পরই শুরু হয় নতুন জল্পনা। তাহলে কি লক্ষ্মী নতুন কোনও রাজনৈতিক পথের ইঙ্গিত দিলেন?