পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

New Programme of TMC Leaders: প্রশান্ত কিশোরের দেখানো পথেই জনসংযোগ, 'দিদিকে বলো'র ধাঁচেই কর্মসূচি তৃণমূলের জনপ্রতিনিধিদের - নয়া কর্মসূচি তৃণমূলের জনপ্রতিনিধিদের

তৃণমূলের সাংসদ থেকে বিধায়ক, নিজেদের লোকসভা ও বিধানসভা এলাকায় জনসংযোগে জোর দিতে প্রশান্ত কিশোরের দেখানো মডেলকেই হাতিয়ার করছেন (New Programme of TMC MPs And MLAs) ।

New Programme of TMC
নয়া কর্মসূচি তৃণমূলের জনপ্রতিনিধিদের

By

Published : Jul 3, 2022, 9:46 PM IST

কলকাতা, 3 জুলাই: সাম্প্রতিক সময়ে গোয়া থেকে ত্রিপুরা বারবার ভোটকুশলী প্রশান্ত কিশোরের দেখানো পথে হেঁটেও ভিন রাজ্যে সাফল্য পায়নি তৃণমূল কংগ্রেস ৷ এই দুই রাজ্যে তৃণমূলের সংগঠন একরকম মুখ থুবড়েই পড়েছে । কিন্তু, উনিশের বিধানসভা নির্বাচনের আগে মনোবল তলানিতে পৌঁছে যাওয়া একটা দলকে আত্মবিশ্বাসের চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য যে কর্মসূচি প্রশান্ত কিশোর নিয়েছিলেন তার মধ্যে 'দিদিকে বলো' অন্যতম । যা পথ দেখিয়েছিল সেবার ৷

এবার তৃণমূলের সাংসদ থেকে বিধায়ক, নিজেদের লোকসভা ও বিধানসভা এলাকায় জনসংযোগে জোর দিতে প্রশান্ত কিশোরের দেখানো মডেলকেই হাতিয়ার করছেন । আর শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, এবার বিধানসভা ও লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ধরে ধরে স্থানীয় জনপ্রতিনিধির নামে চলবে প্রচার । আর সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দেবাশিস কুমার, অদিতি মুন্সিরা প্রশান্ত কিশোরের দেখানো মডেলেই ভরসা রাখছেন (New Programme of TMC Leaders) ।

এই মুহূর্তে সামগ্রিকভাবে 'দিদিকে বলো পার্ট-টু' গোটা রাজ্যে শুরু না-হলেও তৃণমূল সাংসদ-বিধায়করা নিজের নিজের এলাকায় কোথাও 'বিধায়ককে বলো', কোথাও 'এক ডাকে অভিষেক' নামে কর্মসূচি চালু করেছেন । মানুষের কাছে পৌঁছানোর এ এক অনন্য কৌশল হিসাবেই দেখছে রাজনৈতিক মহল । প্রসঙ্গত, রাজ্য জুড়ে 'দিদিকে বলো'-র ব্যাপক জনপ্রিয়তার পর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন 'এক ডাকে অভিষেক' কর্মসূচি । এখানে ফোনেই জানানো যায় সমস্যা । মেলে সমাধানও ।

আরও পড়ুন: 21 জুলাইয়ের প্রচারে একমাত্র মুখ মমতা, ব্যানার-ফ্লেক্সে নজরদারি শীর্ষনেতৃত্বের

এবার সেই একই পথ অনুসরণ করছেন তৃণমূল কংগ্রেসের আরও 2 বিধায়ক । রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার এবং রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি চালু করছেন যথাক্রমে 'বিধায়ককে বলো' এবং 'আমার কথা বিধায়কের কাছে' কর্মসূচি । মূলত এলাকাবাসীর সমস্যার সমাধান মেটাতে ও জনসংযোগ বাড়াতেই এই দুই কর্মসূচি ৷ সমস্যা সমাধানের জন্য কেউ সময় দিয়েছেন একদিন । কেউ তার কিছুটা বেশি । আসলে মূল লক্ষ্য জনপ্রতিনিধি হিসেবে আরও মানুষের কাছে পৌঁছে যাওয়া । সেটাই করছেন এই তৃণমূল বিধায়কেরা । রাজনৈতিক মহল বলছে, কার্যক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একাংশের প্রশান্ত কিশোরের কর্মসূচি নিয়ে বিরোধ থাকলেও, এই কর্মসূচিগুলি যে কতটা সময়োপযোগী তা বোঝা যাচ্ছে এখন ৷ ফলে আইপ্যাক নিয়ে দলের একাংশের মধ্যে বিরোধ থাকলেও, তাদের জনসংযোগের পথ ক্রমেই জনপ্রিয় হচ্ছে তৃণমূলের অন্দরে ।

ABOUT THE AUTHOR

...view details