কলকাতা, 25 জুন : মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বোঝা যাচ্ছিল এবার আর্থিক দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ নেবে রাজ্য সরকার । কাটমানি নিয়ে কড়া পুলিশি পদক্ষেপের সিদ্ধান্তের পর এবার বিষয়টি নিয়ে ডিল করতে নতুন পদ তৈরি করল রাজ্য সরকার । পদটি হল ইকনমিক অফেন্স উইং-এর ডেপুটি ডিরেক্টর । সেই পদে আনা হল IPS তন্ময় রায়চৌধুরিকে ।
D P সিং-এর পর ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল তন্ময় রায়চৌধুরিকে । কিন্তু ভাটপাড়ায় ধারাবাহিক হিংসার জেরে দিন কয়েক আগে "টাফ অফিসার" হিসেবে পরিচিত মনোজ ভার্মাকে আনা হয় ব্যারাকপুরে । কাজে যোগ দেওয়ার পর প্রায় ম্যাজিক করে ফেলেছেন মনোজ । ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভাটপাড়া । সেই সময় রাজ্য সরকার নির্দেশিকা জারি করে, তন্ময় রায়চৌধুরিকে দেওয়া হয় DIG (CID) অপারেশনের দায়িত্ব । সেই পদে থাকা নিশাত পরভেজকে DIG বর্ধমান রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়। আজ বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়ে দিল, নিশাত ফিরছেন পুরোনো পদে । আর তন্ময়কে করা হচ্ছে ইকনমিক অফেন্স উইংয়োর ডেপুটি ডিরেক্টর ।
কাটমানি ইশুতে জেলায় জেলায় চলছে বিক্ষোভ । আঁচ ছড়িয়েছে শহর কলকাতাতেও । এরই মাঝে প্রশাসনকে আরো কড়া হতে নির্দেশ দিয়েছে নবান্ন । রাজ্যের ADG, আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং জানিয়ে দিয়েছেন, সব জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে কাটমানি সংক্রান্ত অভিযোগ এলে নির্দিষ্ট ধারায় মামলা করতে ।