পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নাসিকের নতুন পিঁয়াজ এল রাজ্যে, দাম কমবে বলছেন ব্যবসায়ীরা - পেঁয়াজের দাম

রাজ্যে পিঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই টাস্ক ফোর্সের আধিকারিক কমল দে রবিবার বলেন, "গতকাল কলকাতায় চার লরি নতুন পিঁয়াজ ঢুকেছে ।  এছাড়া ছয় লরি পুরনো পিঁয়াজও এসেছে । আগামীকাল থেকে প্রতিদিনই পিঁয়াজের গাড়ি নাসিক থেকে আসবে ৷ " কমলবাবু মনে করছেন, এর জেরে পিঁয়াজের দাম কিছুদিনের মধ্যেই কমবে ।

onion
নাসিকের নতুন পেঁয়াজ

By

Published : Dec 8, 2019, 5:56 PM IST

Updated : Dec 8, 2019, 8:08 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : গতকাল থেকে কলকাতায় নাসিকের নতুন পিঁয়াজের আমদানি শুরু হয়েছে । চার লরি নতুন পিঁয়াজ ঢুকেছে কলকাতায় । রাজ্যের ক্ষেত্রে সংখ্যাটি 30 । পিঁয়াজের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন থেকে নতুন পিঁয়াজ নিয়মিত আসবে রাজ্যে । ফলে দাম কমবে কিছুদিনের মধ্যেই ।

রাজ্যে পিঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই টাস্ক ফোর্সের আধিকারিক কমল দে রবিবার বলেন, "গতকাল কলকাতায় চার লরি নতুন পিঁয়াজ ঢুকেছে । এছাড়া ছয় লরি পুরনো পিঁয়াজও এসেছে । আগামীকাল থেকে প্রতিদিনই পিঁয়াজের গাড়ি নাসিক থেকে আসবে ৷ " কমলবাবু মনে করছেন, এর জেরে পিঁয়াজের দাম কিছুদিনের মধ্যেই কমবে ।

তবে রবিবারও পিঁয়াজের দাম ছিল যথেষ্ট চড়া । কলকাতার খুচরো বাজারগুলিতে রবিবার পিঁয়াজের প্রতি কেজি দাম ছিল 120 থেকে 140 টাকা । নতুন পিঁয়াজের পাইকারি দর 3800 টাকা প্রতি মন । কমলবাবু বলেন, "নতুন পিঁয়াজ মজুত করা যায় না । তাই এই পিঁয়াজ সঙ্গে সঙ্গেই বাজারে ছেড়ে দিতে হবে ‌। না হলে এই পিঁয়াজ নষ্ট হবে । অসাধু ব্যবসায়ী ও মজুতদাররা নতুন পিঁয়াজ মজুত করতে পারবেন না । তাই নতুন পিঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করবে ।"

আরও পড়ুন : পিঁয়াজের ‘দামে’ চোখে জল মধ্যবিত্তের

কমলবাবু আরও জানিয়েছেন, বাঁকুড়া ও পুরুলিয়ায় ইতিমধ্যে নতুন পিঁয়াজ ঘরে তুলতে শুরু করেছে চাষিরা । এর জেরেও দাম কিছুটা কমবে ।আগামীদিনে বাজারগুলিতে আরও বেশি নজরদারি চালানো হবে । পিঁয়াজ ব্যবসায়ীদের একাংশ মনে করছে, 15 দিনের মধ্যে পিঁয়াজের দাম কেজি পিছু 50 থেকে 60 টাকায় নেমে আসবে ।

Last Updated : Dec 8, 2019, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details