কলকাতা, 19 সেপ্টেম্বর:দেবীপক্ষের শুরুতে মহালয়ায় প্রকাশিত হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নতুন গানের অ্যালবাম (Mamata New Album)। নবান্ন সূত্রে এমনটাই খবর । এই অ্যালবামের গানগুলির কথা এবং সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী । সোমবার সেই অ্যালবামের তিনটি গান সম্পর্কে জানা গেল । তিনটি গানেরই প্রেক্ষাপট বাঙালির সবচেয়ে বড় উৎসব । গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্ট শিল্পী (New music album written and composed by Mamata)।
এ দিন যে তিনটি গান সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে তিনটি গানের কলি যথাক্রমে এরকম । প্রথম গানটি, 'আকাশ যেখানে নীলিমায় নীল'। এক মহিলা শিল্পীর গলায় এই গানটি তৈরি হয়েছে । যদিও গানটির গায়িকা কে সে বিষয়ে প্রকাশ্যে কিছুই বলা হয়নি । দ্বিতীয় গানটি অনেকটা জীবনমুখী স্টাইলের । গানটি গেয়েছেন বিশিষ্ট শিল্পী মনোময় । গানের কথা এরকম, 'ধ্রুবতারা তুমি কেন হলে না'। ভালোবাসা কল্পনার জগৎ থেকে হঠাৎ করে রূঢ় বাস্তবে পৌঁছে যাওয়ার কথাই লেখা হয়েছে এই গানে । তৃতীয় গানটি অবশ্যই এ বারের পুজোর অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে । এই গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বিশিষ্ট গায়ক ইন্দ্রনীল সেন । গানটির প্রেক্ষাপট অবশ্যই উৎসবের বাংলা । একাধিক জেলা, তাদের সংস্কৃতির প্রেক্ষাপটে লেখা । এই গানের ভাষা,'ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে'। এই গান প্রসঙ্গে বলাই যায়, এ যেন গানে গানে বাংলার পরিচয় ।