কলকাতা, 30 জানুয়ারি : ভারতে বায়ুদূষণে দিল্লির পরেই কলকাতা । বাতাসে কার্বন, ধূলিকণার পরিমাণ যেন সব সীমা ছাড়িয়েছে এখানে । তাই দূষণ ঠেকাতে উদ্যোগী কাউন্সিলরদের এবার পুরস্কৃত করার কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম (KMC to award councillors if air pollution controlled) ।
শীতকালে শহরজুড়ে দূষণ লাগামহীন হয়ে ওঠে । তা নিয়ন্ত্রণে যে পরিকাঠামো বা আনুষঙ্গিক পদক্ষেপ দরকার, সেসব সেই অর্থে তা চোখে পড়ে না । কিন্তু ফল ভুগছেন নগরবাসী । এই বায়ুদূষণের ফলে মহানগরবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন । বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে শহরে গাছের পরিমাণ বেশ খানিকটা কমেছে । এই পরিস্থিতিতে বায়ুদূষণ কলকাতা পৌরনিগমের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে । তবে শুধুমাত্র পৌর কর্তৃপক্ষের একার পক্ষে বায়ুদূষণের মোকাবিলা করা সম্ভব নয় । তাই কাউন্সিলরদেরও এগিয়ে আসতে আবেদন জানালেন মেয়র ফিরহাদ হাকিম ।