কলকাতা, 21 অগস্ট: 'নতুন তৃণমূল'-এর পর আবার হোর্ডিং ৷ আবারও বিতর্ক শাসকদলের নেতৃত্ব নিয়ে (TMC Hoarding Controversy) ৷ দক্ষিণের পর এবার বিতর্কের কেন্দ্রভূমি উত্তর কলকাতা ৷ আরও স্পষ্ট করে বলতে গেলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে দেওয়া হল এই নতুন হোর্ডিং ! কী লেখা হয়েছে তাতে ? এই হোর্ডিংয়ে লেখা হয়েছে 'পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ' ! পুরাতনের পাশে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি ৷ আর নতুনের পাশে রয়েছে তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি ৷ নীচে লেখা রয়েছে, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে ৷" প্রশ্ন উঠছে, এই হোর্ডিং দিল কে ? তার জবাবও মজুত রয়েছে হোর্ডিংয়ে ৷ সেখানে '28 ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরাম'-এর উল্লেখ রয়েছে ৷
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এরা কারা ? হঠাৎ করে এরা এই ধরনের হোর্ডিং দিতে গেল কেন ? বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, তারা কোনও রাজনৈতিক সংগঠন নয় ৷ তবে, তারাই এই হোর্ডিং দিয়েছে ! এই ফোরামের তরফ থেকে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ ৷ তাঁর নেতৃত্বে বাংলা চলছে ৷ 2011 সালে লড়াই করে রাজ্যে পরিবর্তন এনেছিলেন তিনি ৷ কিন্তু, এখন তাঁর পাশাপাশি এই লড়াই লড়ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ সেটা তাঁদের আরও ভালো লেগেছে বলে জানিয়েছেন ফোরামের প্রতিনিধিরা ৷ আর এই কারণেই তাঁরা 'নতুনই ভবিষ্যৎ' শব্দ দু'টি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন ৷
আরও পড়ুন:6 মাসে নতুন তৃণমূলের চেহারা কেমন হবে, যা বলছে রাজনৈতিক মহল
ফোরামের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এই হোর্ডিংয়ের সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই ! এমনকী, এই হোর্ডিংয়ের পক্ষে আদৌ দলের অনুমোদন রয়েছে কিনা, তাও ভাবছেন না তাঁরা ! দলকে জিজ্ঞাসা করেও এই প্রচার করা হয়নি বলে দাবি করেছেন ফোরামের প্রতিনিধিরা ! তাঁদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই ৷ কিন্তু, নতুন প্রজন্মকে উৎসাহিত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাই 'দুইয়ের মিশেলে' এই হোর্ডিং তৈরি করা হয়েছে !