পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

New Escalator at MG Road Metro Station : যাত্রী-স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এমজি রোড মেট্রো স্টেশনে আন্তর্জাতিক মানের চলমান সিঁড়ি - ইস্ট ওয়েস্ট মেট্রো

পুরনো চলমান সিঁড়ি সরিয়ে এমজি রোড মেট্রো স্টেশনে বসল নতুন এসকালেটর (New Escalator Installed at MG Road Metro Station) ৷ যাত্রী-স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতেই এই সিদ্ধান্ত বলে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে ৷

new-escalator-installed-at-mg-road-metro-station
New Escalator at MG Road Metro Station : যাত্রী-স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এমজি রোড মেট্রো স্টেশনে আন্তর্জাতিক মানের চলমান সিঁড়ি

By

Published : Jun 8, 2022, 3:19 PM IST

কলকাতা, 8 জুন : এমজি রোড মেট্রো স্টেশনে (MG Road Metro Station) বসানো হল আন্তর্জাতিক মানের ও অনেক বেশি নিরাপদ চলমান সিঁড়ি । পুরনো এসকালেটর সরিয়ে তার জায়গায় বসানো হল নতুন এই চলমান সিঁড়ি (New Escalator Installed at MG Road Metro Station) ।

ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro Kolkata) পাশাপাশি নর্থ সাউথ মেট্রো (North South Metro Kolkata) স্টেশনগুলিকে আকর্ষণীয় ও যাত্রীবান্ধব করে তোলার জন্য ধাপে ধাপে পদক্ষেপ করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail) । সেই উদ্যোগের অঙ্গ হিসেবে এবার মহাত্মা গান্ধি রোড মেট্রো স্টেশন চত্বরের পুরনো এসকালেটরের পরিবর্তে নয়া চলমান সিঁড়িটি অনেক বেশি সুরক্ষিত বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ।

এমজি রোড মেট্রো স্টেশনে আন্তর্জাতিক মানের চলমান সিঁড়ি

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, প্রথম দিকের অর্থাৎ 30 বা তার চেয়ে পুরনো এসকালেটরগুলিকে বদল করে তার পরিবর্তে নতুন চলমান সিঁড়ি বসানো হবে । তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে গত কয়েক বছরে বসেছে নতুন ঝাঁ চকচকে এইসব চলমান সিঁড়ি ।

এমজি রোড মেট্রো স্টেশনে আন্তর্জাতিক মানের চলমান সিঁড়ি

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই অত্যাধুনিক ও আন্তর্জতিকমানের চলমান সিঁড়িগুলি অনেক বেশি নিরাপদ ও যাত্রীবান্ধব । এমনকি এতে বিদ্যুত্‍ সাশ্রয়কারী ভিভিভিএফ ড্রাইভ রয়েছে । সাশ্রয় হবে প্রায় 50 শতাংশ বিদ্যুৎ । ভিড় বা ফাঁকা সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এসকালেটরটির গত নিয়ন্ত্রিত হয় । অন্য চলমান সিঁড়ির তুলনায় যেহেতু এই এসকালেটরের পাদানিগুলি বেশি চওড়া, তাই শিশু বা প্রবীণদের জন্য বেশ সুবিধা হবে ।

মেট্রো কর্তৃপক্ষের দাবি যে যাত্রী সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে এই এসকালেটরগুলিতে বসানো রয়েছে 'স্মোক হিট অ্যাকশন সিস্টেম' ।

আরও পড়ুন :Kolkata Metro : বিজ্ঞাপন-শুটিং-প্রোমোশন সবই করা যাবে মেট্রো চত্বরে

ABOUT THE AUTHOR

...view details