কলকাতা, 26 এপ্রিল : যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে 30 বছরের বা তার চেয়ে পুরনো এস্কেলেটরগুলিকে বদলে তার জায়গায় নতুন এস্কেলেটর বসানো হবে । তারই অঙ্গ হিসাবে বিভিন্ন স্টেশনে বসছে আন্তর্জাতিক মানের চলমান সিঁড়ি । কলকাতা মেট্রোর সবক’টি এস্কেলেটরই ওটিস নামক একটি সংস্থার তৈরি করা ।
ইস্ট ওয়েস্ট মেট্রোর পাশাপাশি নর্থ-সাউথ মেট্রোও আকর্ষণীয় ও যাত্রী বান্ধব করে তোলার জন্য ধাপে ধাপে পদক্ষেপ করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । সেই উদ্যোগের অঙ্গ হিসাবে সেন্ট্রাল মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মেজেনাইন পর্যন্ত বসানো হল এই নতুন এস্কেলেটরটি (New Escalator in Central Metro Station) ।
কলকাতা মেট্রোরেল কতৃপক্ষ জানিয়েছে, এই অত্যাধুনিক ও আন্তর্জাতিকমানের এস্কেলেটরগুলি অনেক বেশি নিরাপদ ও যাত্রী বান্ধব । এমনকি এতে বিদ্যুত্ সাশ্রয়কারী ভিভিভিএফ ড্রাইভ রয়েছে । প্রায় 50 শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে বলে তাদের দাবি । ভিড় বা ফাঁকা সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এস্কেলেটটির গতি নিয়ন্ত্রিত হয় । পুরনো এস্কেলেটরের সিঁড়ির তুলনায় যেহেতু নতুনগুলির পাদানি বেশি চওড়া ফলে শিশু ও প্রবীণদের জন্য বেশ সুবিধা হবে বলে মনে করছে কর্তৃপক্ষ ।
মেট্রো কর্তৃপক্ষের আরও দাবি, যাত্রী সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে এই এস্কেলেটরগুলি বসানো হয়েছে ৷ এতে রয়েছে 'স্মোক হিট অ্যাকশন সিস্টেম'।
আরও পড়ুন : Meeting on Heat Wave at Nabanna : একাধিক জেলায় টানা তাপপ্রবাহে চিন্তিত নবান্ন, কাল সচিবপর্যায়ের বৈঠক