কলকাতা, 16 এপ্রিল : নববর্ষে শোভাবাজার সুতানুটি ও গিরিশ পার্ক মেট্রো স্টেশনে বসানো হল আন্তর্জাতিক মানের ঝাঁ চকচকে এসকেলেটর অর্থাৎ, চলমান সিঁড়ি (New Escalator at Sovabazar Sutanuti and Girish Park Metro Station) ৷ ওই দুই স্টেশনের পুরনো এসকেলেটর বদলে তার জায়গায় নতুন উন্নতমানের এই এসকেলেটর বসানো হয়েছে ৷ এই এসকেলেটর অনেক বেশি সুরক্ষিত ৷ এমনকি এই এসকেলেটরগুলির গতি নিয়ন্ত্রণ করা যায় ৷ প্রয়োজন মত এসকেলেটরের গতি বাড়ানো এবং কমানো যাবে ৷
কলকাতা মেট্রোরেলে তরফে জানানো হয়েছে, 30 বছরের পুরনো এসকেলেটরগুলিকে বদলে ফেলা হচ্ছে ৷ তার জায়গায় নতুন উন্নতমানের এসকেলেটর বসানো হচ্ছে ৷ সেই মতই শোভাবাজার সুতানুটি (New Escalator at Sovabazar Sutanuti Metro Station) এবং গিরিশ পার্ক মেট্রো স্টেশনের (New Escalator at Girish Park Metro Station) এসকেলেটর বদল করা হচ্ছে ৷ কবি সুভাষ এবং দমদমের মধ্যে বিভিন্ন স্টেশনে পুরনো এসকেলেটর বদলের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ৷ এমনকি নর্থ-সাউথ করিডরের একাধিক স্টেশনে উন্নতমানের এই এসকেলেটরগুলি বসানোর কাজ শেষও হয়ে গিয়েছে ৷ এটিস নামক একটি বেসরকারি সংস্থাকে এসকেলেটরগুলি বদলানোর বরাত দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Suicide in Metro : নববর্ষের সকালে মেট্রোয় আত্মহত্যা