পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চাঁদনি চক মেট্রো স্টেশনে বসল নতুন এসক্যালেটর - এসক্যালেটর

এরপর কালীঘাট ও যতীন দাস পার্কে মেট্রো স্টেশনেও অত্যাধুনিক এসক্যালেটর বসানো হবে৷

new escalator at chandnichak
এসক্যালেটর

By

Published : Aug 30, 2020, 6:30 AM IST

কলকাতা, 30 অগাস্ট: চাঁদনি চক মেট্রো স্টেশনে বসল নতুন এসক্যালেটর। ইতিমধ্যে আরও কয়েকটি মেট্রো স্টেশনে বসেছে নতুন ঝাঁ চকচকে স্বয়ংক্রিয় সিঁড়ি।

কোরোনা মেকাবিলায় গত মার্চ মাস থেকে দেশজুড়ে চলছে লকডাউন। তার পর থেকেই বন্ধ ট্রেন ও মেট্রো পরিষেবা। আনলক পর্বের শুরুতে সরকারি-বেসরকারি বাস, ট্রাম ও ট্যাক্সি চালু হলেও সবুজ সঙ্কেত মেলেনি ট্রেন ও মেট্রো পরিষেবায়। অবশেষে শনিবার মেট্রো চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ আগামী 7 সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে চালু হবে ট্রেন৷ মেট্রো সূত্রে খবর, গত পাঁচ মাস লকডাউনে মেট্রো রক্ষণাবেক্ষণে নজর দিয়েছে কর্তৃপক্ষ। কোচ, রেক, এসক্যালেটর সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখা হয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রো রেল সিদ্ধান্ত নিয়েছিল, কুড়ি থেকে পঁচিশ বছরের পুরোনো এসক্যালেটরগুলির পরিবর্তে বসানো হবে অত্যাধুনিক নতুন এসক্যালেটর। সেই কাজ শুরু হয়েছে বিভিন্ন স্টেশনে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি স্টেশনের পুরোনো এসক্যালেটরের জায়গায় বসেছে নতুন সিঁড়ি। এবার চাঁদনি চক মেট্রো স্টেশনের পুরোনো চলমান সিঁড়ি খুলে ফেলা হল৷ সেখানে বসানো হল অত্যাধুনিক নতুন এসক্যালেটর।

মেট্রো রেল সূত্রে খবর, আগামীদিনে কালীঘাট ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনেও বসানো হবে নতুন অত্যাধুনিক স্বয়ংক্রিয় সিঁড়ি । এসক্যালেটর ওটিস নামের একটি সংস্থা নতুন সিঁড়িগুলি তৈরি করেছে। নতুন এসক্যালেটরগুলি দ্য ডেটাবেজ় ডিজ়াইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজ়েশন (RDSO) নির্দেশিত সুরক্ষাবিধি মেনে তৈরি করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details