পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Covid Cases : পরীক্ষা বাড়াতেই বাড়ল সংক্রমণ, কমল মৃত্যু - Coronavirus

করোনা টেস্ট বাড়তেই দেখা গেল সংক্রামিতের সংখ্যাও বেড়েছে ৷ মঙ্গলবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 729 জন ৷ তবে গতদিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমে হয়েছে 9 ৷ এদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 30 হাজার 24 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 170 জনের ।

পরীক্ষা বাড়াতেই সংক্রামিতে সংখ্যা বেড়ে হল 729, মৃত্যু 9
পরীক্ষা বাড়াতেই সংক্রামিতে সংখ্যা বেড়ে হল 729, মৃত্যু 9

By

Published : Aug 3, 2021, 9:31 PM IST

কলকাতা, 3 অগস্ট : করোনা টেস্টের সংখ্যা বাড়াতেই নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়াল মঙ্গলবার ৷ এদিন দেখা যায় 729 জন করোনায় সংক্রামিত হয়েছেন ৷ গতকাল সংখ্যাটি ছিল 575 ৷ তবে এদিন মৃত্যুর সংখ্যা কমেছে ৷ এদিন নমুনা পরীক্ষা হয়েছে 43 হাজার 532টি ৷ সোমবার নমুনা পরীক্ষা হয়েছিল 33 হাজার 215টি ৷

মঙ্গলবার পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 15 লাখ 30 হাজার 24 ৷ মঙ্গলবার 9 জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ আগের দিন সংখ্যাটি ছিল 12 ৷ এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 18 হাজার 170 জনের ৷ মৃত্যুর সংখ্যা কমলেও এদিনের পরও রাজ্যে করোনায় মৃত্যুর হার 1.19 শতাংশেই আটকে থাকল ৷

বর্তমানে রাজ্যে সংক্রমণের হার 1.67 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় 59 জন এবং উত্তর 24 পরগনায় 86 জন সংক্রামিত হয়েছেন ৷ জেলাগুলির মধ্যে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে দক্ষিণ দিনাজপুরে ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 2 জন ৷

নতুন করে 15 অগাস্ট পর্যন্ত কড়া বিধি-নিষেধ বাড়িয়েছে রাজ্য ৷ তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেও অনেক ক্ষেত্রেই অনিয়ম চোখে পড়ছে ৷ এই সঙ্গে পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লাইন দিয়েও ফিরতে হচ্ছে গ্রাহকদের ৷ তবে সরকারের তরফে জানানো হচ্ছে, বিধি-নিষেধ মেনে চললে এখনই ভয়ের কিছু নেই ৷

আরও পড়ুন : correctional home : করোনা পরিস্থিতিতে সংশোধনাগার থেকে 63 জন ষাটোর্ধ্ব বন্দিকে মুক্তি দেবে কারা দফতর

ABOUT THE AUTHOR

...view details