পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

new committee of BJP: বঙ্গ বিজেপির নয়া কোর কমিটিতে মিঠুন

গঠিত হয়েছে রাজ্য বিজেপির নয়া কোর কমিটি (new committee of BJP) ৷ কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষণে তৈরি হয়েছে সদস্যদের তালিকা ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 17, 2022, 10:40 PM IST

Updated : Oct 17, 2022, 11:00 PM IST

কলকাতা, 17 অক্টোবর: গঠিত হল বঙ্গ বিজেপির নয়া কোর কমিটি । সোমবার এই কোর কমিটির ঘোষণা করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা । প্রকাশ্যে এসেছে এই কমিটির সদস্যদের নাম ৷ আগে রাজ্য বিজেপির তরফে 12 জনের একটি কোর কমিটি ছিল ৷ কিন্তু এবারই প্রথম কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির কোর কমিটি গঠন করে দেওয়া হল (new core committee of Bengal BJP) ৷ ওয়াকিবহাল মহল মনে করছে এর আগে এই ধরনের কমিটি গঠনে বিজেপি'র কেন্দ্রীয় নেতৃত্বের কোনও ভূমিকা ছিল না, এবার তা নজিরবীহীনভাবে হল ৷

2021 সালে বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর বঙ্গে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বিজেপি (Bengal BJP) । তাই এই কমিটি গঠনের বিষয়টি সরাসরি পর্যবেক্ষণে ছিল কেন্দ্রীয় নেতৃত্বের ৷ মোট 24 জনের নাম রয়েছে এই তালিকায় । রয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার নাম । নতুনদের মধ্যে রয়েছে মিঠুন চক্রবর্তী, মনোজ টিগ্গা, জন বারলা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, দীপক বর্মন ও জগন্নাথ চট্টোপাধ্যায় । এছাড়াও কমিটিতে রয়েছেন চারজন বিশেষ আমন্ত্রিত সদস্য বা স্পেশাল ইনভাইটি মেম্বার্স । এরা হলেন মঙ্গল পান্ডে, সুনীল বানসাল, অমিত মালব্য এবং আশা লকরা (new committee of BJP) ।

গঠিত হল বঙ্গ বিজেপির নয়া কোর কমিটি

তালিকায় আছেন লকেট চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পল । তবে এই তালিকায় জায়গা হয়নি রূপা গঙ্গোপাধ্যায় । মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ন্যাশনাল এক্সিকিউটি মেম্বার পদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে । ঠিক একইভাবে বঙ্গ বিজেপির সবচেয়ে প্রবীণ মুখ রাহুল সিনহাকে বহুদিন পরে সাংগঠনিক দ্বায়িত্বে দেখা যাবে ।

আরও পড়ুন: উত্তরবঙ্গ সফররত মমতাকে পর্যটক বলে কটাক্ষ নিশীথের

অন্যদিকে ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব (BJP preparing for Panchayat Election) ৷ বঙ্গ বিজেপির 2 দিনের বৈঠক শেষ হয়েছে ৷ দু'দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে-সহ রাজ্য বিজেপি নেতারা । ভোটে দলের রণকৌশল চূড়ান্ত করার দিকেই নজর দেওয়া হয়েছে এই বৈঠকে ৷ পঞ্চায়েত নিয়ে এই বৈঠকে জেলায় জেলায় কর্মীদের কোমর বাঁধতে নির্দেশ দেওয়া হয়েছে নেতৃত্বের পক্ষ থেকে । জানা গিয়েছে, আগামী মাসে রাজ্যে আসবেন কেন্দ্রীয় মন্ত্রীরা । একেবারে তৃণমূল স্তরে দলের কর্মী এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা ৷

রাজ্যে আসার কথা ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের ৷ তাঁরা সংগঠের হাল বোঝার চেষ্টা করবেন ৷ রাজ্য নেতৃত্বকে দলের জেলা সভাপতিদের সঙ্গে সমন্বয় রেখে চলার নির্দেশ দিয়েছেন সুনীল বনশল ৷ এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এই বিজেপি এখন অন্য বিজেপি । দলীয়ভাবে এখন আমরা অনেক শক্ত । আমাদের কাছে সবের ওষুধ আছে । বিজেপি এত বছর পরে পরে মার খেয়েছে । আমরা মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সংকল্প নিয়েছি । আমাদের অনেক কর্মীর প্রাণ গিয়েছে । আমরা ঠেকে শিখেছি । আমরা আর পিছিয়ে যাব না ।"

Last Updated : Oct 17, 2022, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details