কলকাতা, 19 নভেম্বর : ফের সংঘাত লাগল রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে ৷ এবারের ইস্যু পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হওয়া সরকারের দু’টি প্রস্তাব ৷ যে দু’দিন ওই প্রস্তাব পাস হয়েছে, সে দু’দিনের কার্যবিবরণী চেয়ে পাঠালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
এই নিয়ে এদিন টুইট করেছেন রাজ্যপাল ৷ সেখানে তিনি জানিয়েছেন, বিধানসভার কার্যবিবরণীর বিস্তারিত তিনি চেয়ে পাঠিয়েছেন বিধানসভার সচিবালয়ের কাছ থেকে । রাজ্যপাল সেই কার্যবিবরণী পাঠানোর জন্য সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ।
আরও পড়ুন :TMC Joining: তৃণমূলে যোগ দিচ্ছেন বিকাশ ভবনের সামনে বিষ পান করা শিক্ষিকারা
প্রসঙ্গত, দু’দিন আগেই বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে রাজ্য সরকার একটি প্রস্তাব আনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ সেই প্রস্তাব গৃহীতও হয় । প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 112 টি ও বিপক্ষে ভোট পড়ে 63টি । এর পরে আবার বিধানসভায় আর একটি স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনে সরকারপক্ষ ৷ ওই প্রস্তাব আনা হয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দুই অফিসারের বিরুদ্ধে । সেই দু’দিনের কার্যবিবরণী চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল ধনকড় ৷