পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jagdeep Dhankhar : বিধানসভায় বিএসএফের পরিধি বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব পাসে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত - Governor Jagdeep Dhankhar

দু’দিন আগেই বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে রাজ্য সরকার একটি প্রস্তাব আনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ সেই প্রস্তাব গৃহীতও হয় । এর পরে আবার বিধানসভায় আর একটি স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনে সরকারপক্ষ ৷ ওই প্রস্তাব আনা হয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দুই অফিসারের বিরুদ্ধে ।

new conflict arise between mamata banerjee government and wb governor jagdeep dhankhar
Jagdeep Dhankhar : বিধানসভায় বিএসএফ পরিধি বৃদ্বির বিরুদ্ধে প্রস্তাব ঘিরে ফের রাজ্য সরকার-রাজ্যপাল সংঘাত

By

Published : Nov 19, 2021, 6:50 PM IST

কলকাতা, 19 নভেম্বর : ফের সংঘাত লাগল রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে ৷ এবারের ইস্যু পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হওয়া সরকারের দু’টি প্রস্তাব ৷ যে দু’দিন ওই প্রস্তাব পাস হয়েছে, সে দু’দিনের কার্যবিবরণী চেয়ে পাঠালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

এই নিয়ে এদিন টুইট করেছেন রাজ্যপাল ৷ সেখানে তিনি জানিয়েছেন, বিধানসভার কার্যবিবরণীর বিস্তারিত তিনি চেয়ে পাঠিয়েছেন বিধানসভার সচিবালয়ের কাছ থেকে । রাজ্যপাল সেই কার্যবিবরণী পাঠানোর জন্য সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ।

আরও পড়ুন :TMC Joining: তৃণমূলে যোগ দিচ্ছেন বিকাশ ভবনের সামনে বিষ পান করা শিক্ষিকারা

প্রসঙ্গত, দু’দিন আগেই বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে রাজ্য সরকার একটি প্রস্তাব আনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ সেই প্রস্তাব গৃহীতও হয় । প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 112 টি ও বিপক্ষে ভোট পড়ে 63টি । এর পরে আবার বিধানসভায় আর একটি স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনে সরকারপক্ষ ৷ ওই প্রস্তাব আনা হয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র দুই অফিসারের বিরুদ্ধে । সেই দু’দিনের কার্যবিবরণী চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল ধনকড় ৷

টুইটারে তাঁর ক্ষোভ, এর আগেও অন্য অনেক বিষয়ে তিনি বিধানসভার সচিবালয়ের কাছ থেকে কার্যবিবরণী চেয়ে পাঠালেও তাঁর কাছে সেগুলি পাঠানো হয়নি । তাঁর মতে, এরকম হওয়া যথাযথ নয় এবং একই সঙ্গে এটা অগ্রহণযোগ্য ও অসাংবিধানিকও বটে ।

আরও পড়ুন :Udayan Guha: তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ

যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কোনও মন্তব্য করেননি ৷ তবে বিধানসভার সচিবালয় থেকে জানা যাচ্ছে যে যদি রাজ্যপালের অফিস থেকে বিস্তারিত কার্যবিবরণী চেয়ে পাঠিয়ে কোনও চিঠি আসে, তবে অবশ্যই সেই বিস্তারিত তথ্য তাঁকে পাঠিয়ে দেওয়া হবে ।

তবে এই বিষয়ে রাজ্যপালের বিরুদ্ধে তোপ রাজ্যের পরিষদীয় এবং শিল্পমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তাঁর মতে, রাজ্যপাল বারংবার এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন । পার্থবাবু বলেন, ‘‘বিধানসভার কার্যবিবরণী বিধানসভার অধ্যক্ষ এবং বিধায়কদের অভ্যন্তরীণ ব্যাপার এবং এই ব্যাপারে নাক গলিয়ে রাজ্যপাল নিজের এক্তিয়ারের সীমা লঙ্ঘন করেছেন ।’’

আরও পড়ুন :Dilip Ghosh : দিলীপের নিশানায় অর্পণা-বাবুল, দলীয় বিধায়ককে ধমকে মমতাকে কটাক্ষ

ABOUT THE AUTHOR

...view details