কলকাতা বইমেলার প্রধান আকর্ষণ ঠেলাগাড়িতে সাজানো পত্রিকা
এবারের কলকাতা বইমেলায় প্রধান আকর্ষণ চলমান বইয়ের কুটির ৷ লেখক সুবোধ সরকারের অভিনব ভাবনা ৷ ঠেলা গাড়ির ওপর গোটা একটা বইয়ের স্টল । তাতে থাকছে ভাষানগর পত্রিকার পাশাপাশি নতুন প্রজন্মদের লেখা বই ৷
কলকাতা, 29 জানুয়ারি: ঠেলা গাড়ির ওপর গোটা একটা বইয়ের স্টল । প্রথমে দেখলে অবাক হয়ে যেতে হয়। কালো রংয়ের ঠেলাগাড়ির ওপর একটি ছোট্ট কুটির ঘর । আর সেই কুটির ভর্তি বিভিন্ন রকম বইয়ের পসরা । ভাষানগর এভাবেই তাদের স্টল সাজিয়েছে এবছর বইমেলার জন্য । ভাষানগর পত্রিকার পাশাপাশি নতুন প্রজন্মদের লেখা বই ৷
ভাষানগর একটি লিটিল ম্যাগাজিন । এই ম্যাগাজিনটি সম্পাদনা করেন লেখক সুবোধ সরকার । গত পাঁচ বছর ধরে বইমেলায় স্টল দিয়ে থাকে । এবছরের স্টলের ভাবনা একটি ঠেলাগাড়ি উপর বইয়ের স্টল । এই স্টল বিশেষ আকর্ষণ করেছে বইমেলার প্রথম দিনেই ।