কলকাতা, 29 জুলাই: একটি পদের জন্য নির্দিষ্ট অনুপাতের তুলনায় অনেক বেশি প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হয়েছে। এই মর্মে এবার 2016 স্কুল সার্ভিস কমিশনে মেধাতালিকা নিয়ে সামনে এল বিস্ফোরক অভিযোগ (New complaint rises on 2016 SSC merit list) ৷ বিচারপতির পর্যবেক্ষণ, যদি এই গুরুতর অভিযোগ সত্যি হয়, তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। কারণ সেক্ষেত্রে নিয়োগ বিধি না মানার অভিযোগ মান্যতা পাবে। স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, পনেরো দিনের মধ্যে প্রত্যেকটি বিষয় ধরে ধরে কোথায় কতজনকে বাড়তি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করতে হবে।
তাদের মধ্যে কারা চাকরি পেয়েছে, তাও জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে বিশ্বজিৎ বিশ্বাস নামে এক প্রার্থীর নিয়োগ হয়েছে, তার ক্ষেত্রে নম্বর জালিয়াতির অভিযোগ আসায় আলাদা হলফনামা দিয়ে বিষয়টির ব্যাখ্যা দিতে হবে কমিশনকে ৷ শিউলি খাতুন নামে এক চাকরি প্রার্থীর অভিযোগ, 2016 এসএলএসটি নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউতে দেখা গিয়েছে প্রায় সব বিষয়ে অতিরিক্ত প্রার্থীকে ডাকা হয়েছে। আদালতে কমিশনের বক্তব্য, বে-আইনি নিয়োগ অভিযোগে সিবিআই তদন্ত করছে। তাদের তদন্ত শেষ হলে কমিশন বিষয়টি খতিয়ে দেখবে।