পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Teacher Recruitment Case: শিক্ষক নিয়োগে আরও অনিয়মের অভিযোগ, মামলা দায়ের করার অনুমতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - new case on teacher recruitment in calcutta high court

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই নয়া দুর্নীতির তথ্য সামনে এসেছে । বৃহস্পতিবার এর ভিত্তিতে নয়া মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (new case on teacher recruitment in Calcutta HC)।

Teacher Recruitment Case in HC
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

By

Published : Jul 28, 2022, 1:43 PM IST

Updated : Jul 28, 2022, 2:08 PM IST

কলকাতা, ২৮ জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগে আরও অনিয়মের অভিযোগ। এসএসসি'র উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের নয়া বিস্তারিত মেধাতালিকা প্রকাশ হতেই নয়া দুর্নীতির এই তথ্য সামনে এসেছে। অভিযোগ এই নিয়মের ক্ষেত্রে সংরক্ষণের নিয়ম মানাই হয়নি । এর ভিত্তিতে নতুন আবেদন দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ বৃহস্পতিবার এর ভিত্তিতে নয়া মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (new case on teacher recruitment in Calcutta HC)।

শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা আছে ৷ এক্ষেত্রে মেধাতালিকার বাইরে থেকে চাকরি দেওয়াই শুধু নয়, তালিকায় র‍্যাঙ্কজাম্প করে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে ৷ নতুন এই অভিযোগ নিয়ে এদিন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত। তারপরেই এদিন মামলার অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য,হাইকর্টের নির্দেশে চলতি মাসেই নম্বর বিভাজন সহ নয়া মেধাতালিকা প্রকাশ করেছিল এসএসসি। সেই তালিকা থেকেই জানা যায় নিয়োগের নতুন অনিয়মের তথ্য।

আরও পড়ুন: অর্পিতার বেলঘরিয়া-ফ্ল্যাটে গুপ্তধন ! সোনার কলম সমেত 4 কোটিরও বেশি টাকার গয়না উদ্ধার

২০১৬ সালের এই নিয়োগে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় প্রথম থেকেই চাকরি প্রার্থীরা মেধা তালিকা প্রকাশের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন । তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন স্কুল সার্ভিস কমিশনকে মেধা তালিকা প্রকাশ করতে । সেই তালিকা প্রকাশ হতেই তাতে বিস্তর অনিয়ম ধরা পড়ছে দাবি করে এদিন ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন চাকরি প্রার্থীদের আইনজীবী।

Last Updated : Jul 28, 2022, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details