পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Gangasagar Mela : গঙ্গাসাগর মেলার নজরদারিতে কেন শুভেন্দু, নির্দেশ পুনর্বিবেচনার আবেদন হাইকোর্টে - নির্দেশ পুনর্বিবেচনার আবেদন হাইকোর্টে

গঙ্গাসাগর মেলার নজরদারিতে সম্প্রতি তিন সদস্যের কমিটি গড়ে কলকাতা হাইকোর্ট ৷ সেই কমিটিতে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (LoP Suvendu Adhikari) ৷ কেন তাঁকে রাখা হল ? কেন কোনও চিকিৎসককে রাখা হল না ? সেই কারণে মামলা হল কলকাতা হাইকোর্টে ৷

new case file to review on cal hc direction about gangasagar mela
Gangasagar Mela : গঙ্গাসাগর মেলার নজরদারিতে কেন শুভেন্দু, নির্দেশ পুনর্বিবেচনার আবেদন হাইকোর্টে

By

Published : Jan 10, 2022, 1:33 PM IST

কলকাতা 10 জানুয়ারি : আদালত নির্দেশিত গঙ্গাসাগর মেলা কমিটিতে কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম (Portioners raised question on Suvendu Adhikari name) ? কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি চাইলেন তিনজন মামলাকারী । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । আজ, সোমবার দুপুর 2 টোয় শুনানি ।

উল্লেখ্য, চলতি বছরের গঙ্গাসাগর মেলা করোনা পরিস্থিতির অবনতির কারণে বন্ধ রাখার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিনন্দন মণ্ডল নামে একজন চিকিৎসক । সেই মামলার নির্দেশে প্রধান বিচারপতি শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিয়েছিলেন । শর্তে বলা হয়েছিল, রাজ্য সরকার তিন সদস্যের একটি কমিটি তৈরি করবে । কমিটিতে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অথবা তাঁর নিযুক্ত একজন সদস্য ।

মামলাকারীদের এখানেই আপত্তি । কেন এই কমিটিতে শুভেন্দু অধিকারীকে রাখা হল ? শুভেন্দু অধিকারীর নাম রাখার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন কবিরুল ইসলাম, অজয়কুমার দে ও প্রমোদ ভার্মা নামে তিনজন । মামলায় আরও দাবি করা হয়েছে, আদালত যে কমিটি তৈরি করেছে, সেই কমিটিতে কেন কোনও চিকিৎসককে রাখা হয়নি ? তাঁরাই তো প্রকৃত পরিস্থিতির সুবিচার করতে পারতেন !

আরও পড়ুন :Covid Scare at Gangasagar : মেলা শুরু হতেই গঙ্গাসাগরে করোনার থাবা, আক্রান্ত চিকিৎসক-স্বাস্থ্যকর্মী

পাশাপাশি রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে কমিটিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু এই মুহূর্তে রাজ্য মানবাধিকার কমিশনের কোনও চেয়ারম্যান নেই । সেই জায়গায় একজন প্রাক্তন বিচারপতির নাম সুপারিশ করা হয়েছে । কিন্তু রাজ্যপাল সেই সুপারিশে এখনও সম্মতি দেননি । এই সমস্ত বিষয়ে পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে (new case file to review on cal hc direction about gangasagar mela) ।

ABOUT THE AUTHOR

...view details