কলকাতা, 19 নভেম্বর : একুশের নির্বাচনকে সামনে রেখে আরও একটি জনসংযোগ কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস । নাম "বঙ্গধ্বনি" । 29 নভেম্বর রাসযাত্রায় এই কর্মসূচির সূচনা করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গোটা কর্মসূচির পরিকল্পনা ও তত্ত্বাবধানে রয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা ।
"দিদিকে বলো" এবং "বাংলার গর্ব মমতা" কর্মসূচির মাধ্যমে একদম কর্পোরেট কায়দায় তৃণমূলের সর্বস্তরের নেতা-নেত্রীদের দিয়ে জনসংযোগ করিয়েছিল ওই সংস্থা । সাফল্যও এসেছিল। আর এবার সামনে বিধানসভা ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আরও একটি জনসংযোগ কর্মসূচি নিতে চলেছে তারা । সেইমতো 29 নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির সূচনা করতে পারেন ।