প্রতিবেশী ভাড়াটিয়া সরিয়েছিল ক্রেডিট কার্ড-সোনার গয়না, শিয়ালদার হোটেলে গ্রেপ্তার মালদার যুবক
এক ব্যক্তির আলমারি থেকে চুরি যায় সোনার গয়না ও ক্রেডিট কার্ড ৷ এমনকী মোবাইলের সিম কার্ডও চুরি যায় ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ অপরাধীকে শনাক্ত করল ৷ পাশের বাড়ির ভাড়াটিয়া যুবকই এই চুরি করেছে বলে পুলিশ জানিয়েছে ৷
কলকাতা, 19 নভেম্বর : পাশাপাশি ভাড়া থাকতেন দু'জন। জানত কোথায় থাকত আলমারির চাবি। কোথায় থাকত ক্রেডিট কার্ড। জানা ছিল, মোবাইল ফোন কোথায় থাকত। সেইমতো ছিল তক্কে তক্কে। অভিযোগ, প্রতিবেশীর সেই ভাড়াটিয়া সরিয়ে নেয় ক্রেডিট কার্ড সহ সোনার গয়না। অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে। উদ্ধার হয়েছে ক্রেডিট কার্ড এবং সোনার গয়না।
পুলিশ সূত্রে জানা গেছে, 15 নভেম্বর অর্থাৎ কালীপুজোর রাতে ঘটে ঘটনা। ঠাকুরপুকুর থানা এলাকার নবপল্লির বাসিন্দা কিশোর শাহু এই ঘটনার অভিযোগ করেন। তাঁর ঘর থেকে 9 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে খোয়া গেছে ক্রেডিট কার্ড এবং সোনার গয়না। প্রায় দু'মাস পর অভিযোগ দায়ের হয় হরিদেবপুর থানায়। সেই সময় কিশোর বোঝার চেষ্টা করছিলেন চুরি করল কে? তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে ডেবিট কার্ডের সঙ্গে যুক্ত নম্বর অভিযোগকারীর ফোন থেকে বদলে দেওয়া হয়েছে। আলমারির চাবি সহ অন্যান্য কিছু খোয়া যায় । তদন্তকারীরা বুঝতে পারেননি, অপরাধের ঠিক আগের মুহূর্তে মোবাইলের সিম বদলে দেওয়া হয়েছে। তারপরেই তদন্তে নেমে প্রযুক্তির সাহায্য নেয় কলকাতা পুলিশ।
পুলিশ জানতে পারে এই ঘটনার সঙ্গে যুক্ত কিশোরেরই প্রতিবেশী সুদীপ্ত দাস। তার বয়স 30 বছর। বাড়ি মালদার মেহেদিপুরে। আজ ওই যুবক শিয়ালদার একটি হোটেলে ছিল। সেখান থেকেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে তাকে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সিম কার্ড, সোনার গয়না এবং ক্রেডিট কার্ড।