কলকাতা, 29 জুন: অযোগ্যদের পদে বসে থাকার অধিকার নেই ৷ আইনের চোখে সবাই সমান ৷ হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যুর ঘটনায় কলকাতা পৌরনিগমের তদন্ত কমিটির রিপোর্ট আসার পর এমনটাই মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ যে রিপোর্টে চূড়ান্ত গাফিলতির ইঙ্গিত মিলেছে বলে সূত্রের খবর (Negligence in Haridevpur Electrocution Incident Report by KMC Investigation Committee) ৷ প্রসঙ্গত, হরিদেবপুরের ঘটনায় মেয়রের নির্দেশে পৌরনিগমের আলোক বিভাগের ডিজি, ডেপুটি ইঞ্জিনিয়র, বরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয় ৷ সেই তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে ৷
সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে, ওই পোস্টে যে আলোর সংযোগ রয়েছে, সেখানে আর্থ-ইন করা হয়নি ৷ এমনকি পোস্টের তারগুলি ঠিকঠাক লাগানো ছিল না ৷ ওয়েল্ডিংও ঠিকমতো করা হয়নি ৷ এ ক্ষেত্রে নিয়মিত নজরদারির অভাব স্পষ্ট বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে খবর ৷
তদন্ত কমিটির রিপোর্ট আসার পর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পৌরনিগমের আধিকারিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ ফিরহাদ বলেন, ‘‘আইনের চোখে সবাই সমান ৷ যদি তুমি অযোগ্য হও, তবে ওই পদে তুমি বসে থাকতে পারো না ৷ আপনার পদর্থতার জন্য যদি কারও প্রাণ যায়, তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে ৷ ধামাচাপা দেওয়ার কোনও জায়গা নেই ৷ একটা বাচ্চার প্রাণ গেছে ৷ আমরা তার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেব ৷ আর যেন পুনরাবৃত্তি না হয় ৷’’