কলকাতা, 11 জুলাই: দোরগোড়ায় রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ তার আগে সব রাজ্যে গিয়ে নিজেদের হয়ে সমর্থন চাইছেন রাষ্ট্রপতি পদপ্রার্থীরা ৷ এ বার এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু রাজ্যে আসছেন (NDA Presidential Candidate Droupadi Murmu is Coming to West Bengal for Campaign) ৷ এ রাজ্যের সব রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের (বিধায়ক এবং সাংসদ) কাছে সমর্থন চাইবেন তিনি ৷ আজ সন্ধে 7টার সময় কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি ৷
প্রসঙ্গত, গত 8 জুলাই দ্রৌপদী মুর্মুর এ রাজ্যে প্রচারে আসার কথা ছিল ৷ কিন্তু, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার ঘটনায় ভারতে জাতীয় শোক ঘোষণা করা হয় ৷ তাই বিজেপির তরফে দ্রৌপদী মুর্মুর প্রচার কর্মসূচি পিছিয়ে দেওয়া হয় ৷ জানানো হয়, আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে রাজ্যে আসছেন তিনি ৷
বঙ্গ বিজেপি সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আজ সন্ধে 7টার সময় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী ৷ তবে, আজকে তাঁর কোনও কর্মসূচি নেই ৷ আগামিকাল থেকে তাঁর প্রচার পর্ব শুরু হবে ৷ সকাল সাড়ে 8টার সময় তিনি স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে তাঁর বাড়িতে যাবেন ৷ এর পর ইএম বাইপাস সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে সকাল দশটা থেকে একাধিক ব্যক্তির সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে ৷