পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Subiresh Bhattacharya সিবিআই হাজিরা দিতে কলকাতায় সুবীরেশ, বললেন কোনও দুর্নীতি করিনি - সস্ত্রীক কলকাতা রওনা উপাচার্য সুবীরেশ ভাট্টাচার্য

সিবিআইয়ের তলবে সস্ত্রীক কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya vice chancellor of North Bengal University) ।

Subiresh Bhattacharya
সস্ত্রীক কলকাতা রওনা উপাচার্য সুবীরেশ ভাট্টাচার্য

By

Published : Aug 25, 2022, 10:30 AM IST

Updated : Aug 25, 2022, 2:44 PM IST

শিলিগুড়ি, 25 অগস্ট :বাঁশদ্রোণীর ফ্ল্যাটে সিবিআই হানার পরের দিনই সস্ত্রীক কলকাতার উদ্দেশ্যে রওনা দেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (North Bengal University VC Subiresh Bhattacharya)। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে সমন পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা ৷ বুধবার সিবিআইয়ের 11 জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা বাংলো এবং প্রশাসনিক ভবনের কার্যালয়ে হানা দেয়। পাশাপাশি উপাচার্যের বাঁশদ্রোনীর বাড়িটিও সিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এরপরই বৃহস্পতিবার কলকাতায় এসে তিনি দাবি করলেন, তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি।

বুধবার সিবিআইয়ের 11 জনের একটি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা বাংলো এবং প্রশাসনিক ভবনের কার্যালয়ে হানা দেয়। পাশাপাশি উপাচার্যের বাশদ্রোনীর বাড়িটিও সিল করে সিবিআই। সিবিআইয়ের অভিযানে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বেশ কয়েকঘণ্টা অভিযান চালানোর পর ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় সিবিআইয়ের দল। সঙ্গে বেশ কিছু নথি ও তথ্য উদ্ধার করে সিবিআই। সেসব তথ্য নিয়েই বিশ্ববিদ্যালয় ছাড়েন তারা। এরপর বৃহস্পতিবার সকালে সস্ত্রীক কলকাতার উদ্দেশ্যে রওনা দেন উপাচার্য।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, বাঁশদ্রোণীর বাড়িতে এদিন অভিযান চালানোর কথা রয়েছে সিবিআইয়ের। যদিও এদিন একাধিকবার জিজ্ঞাসা করা হলেও সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি উপাচার্য।

আরও পড়ুন: এসএসসি’র দুই প্রাক্তন উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই

প্রসঙ্গত, এসএসসি নিয়োগে দূর্নীতির অভিযোগ রয়েছে উপাচার্যের বিরুদ্ধে। তিনি এসএসসির চেয়ারম্যান থাকাকালীন গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়ে দূর্নীতি হয়েছিল বলে হদিশ পেয়েছে সিবিআই। প্রাক্তণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরই এসএসসি নিয়োগ দূর্নীতি কাণ্ডে তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই।

Last Updated : Aug 25, 2022, 2:44 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details