কলকাতা, 11 অক্টোবর: উত্তরবঙ্গে একটানা চলছে প্রাকৃতিক দুর্যোগ (NBSTC Special Bus service)। একাধিক জায়গায় ধস নেমে বন্ধ হয়ে রয়েছে রাস্তা । বিশেষ করে শিলিগুড়ি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । বন্ধ রয়েছে ট্রেন পরিষেবাও । এই দুর্যোগের জেরে আটকে পড়েছেন বহু পর্যটক। তাই পর্যটকদের বাড়ি ফেরাতে বিশেষ বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগম ।
সদ্য শেষ হয়েছে উৎসবের মরশুম ৷ ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন একাধিক পর্যটক ৷ তারমধ্যে আজ থেকে প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ায় আটকে পড়েছেন বহু পর্যটক। শুধুমাত্র বাইরে থেকে আসা পর্যটকরাই নয়, স্থানীয় পর্যটকরাও আটকে গিয়েছেন দুর্যোগের জেরে ৷ তাই এই পরিস্থিতিতে পর্যটকদের সুবিধার্থে বিশেষ বাস পরিষেবা চালু করেছে এনবিএসটিসি।