পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

NCRB Report কলকাতা অন্যতম নিরাপদ শহর, মানতে নারাজ নজরুল ইসলাম

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) সাম্প্রতিক তথ্য বলছে যে কলকাতা (Kolkata) দেশের অন্যতম নিরাপদ শহর ৷ কিন্তু এই তথ্য মানতে নারাজ পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম ৷ তাঁর দাবি, কলকাতায় ঠিকভাবে অভিযোগই নেওয়া হয় না ৷ তাই সঠিক তথ্য এনসিআরবি এর কাছে যায় না ৷

nazrul-islam-not-ready-accept-that-kolkata-is-one-of-the-safest-cities-according-to-ncrb-report
NCRB Report কলকাতা অন্যতম নিরাপদ শহর, মানতে নারাজ নজরুল ইসলাম

By

Published : Aug 30, 2022, 5:27 PM IST

Updated : Aug 30, 2022, 8:14 PM IST

কলকাতা, 30 অগস্ট : ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য নিয়ে মঙ্গলবার সকাল থেকে সরগরম রাজ্য রাজনীতি ৷ ওই তথ্য অনুযায়ী, দেশের 19টি শহরের মধ্যে নিরাপদ শহর হল কলকাতা (Kolkata) ৷ এই নিয়ে কৃতিত্ব দাবি করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ কিন্তু এই তথ্যকে গুরুত্ব দিতে নারাজ পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম ৷

এদিন ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তালিকা তৈরি হয় পুলিশের দেওয়া তথ্যের উপর নির্ভর করে । কিন্তু সেই রিপোর্টের সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক থেকে যায় ৷ সেই কারণেই দেশের অন্যতম নিরাপদ শহর হিসেবে জায়গা পেয়েছে কলকাতা, এমনটাই মনে করেন অবসরপ্রাপ্ত এই আইপিএস আধিকারিক ৷

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে যে কেন তিনি এই কথা বলছেন ? নজরুল ইসলামের দাবি, এই রাজ্যের অধিকাংশ জায়গায় নারী নির্যাতন সহ একাধিক অপরাধের ঘটনায় পুলিশ প্রথমে নির্যাতিতা বা নির্যাতিতার পরিবারের সদস্যদের কথাই শুনতে চায় না, লিখিত অভিযোগ নেওয়া তো দূরের কথা । কোথাও কোনও ডাকাতি হলে, সেই ডাকাতির ঘটনাকে চুরির ঘটনা বলে দেখানো হয় ।

তাঁর বক্তব্য, পুলিশের খাতায় যেভাবে এবং যতগুলি অপরাধের অভিযোগ দায়ের হয়, সেই তথ্যই যায় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর কাছে ৷ তারা সেই রিপোর্টের ভিত্তিতেই সামগ্রিক তথ্য প্রকাশ করে ৷ এক্ষেত্রেও তাই হয়েছে বলে নজরুল ইসলামের দাবি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, 2021 সালে কলকাতায় 11টি ধর্ষণের (Rape) অভিযোগ দায়ের হয়েছে ৷ আর দিল্লিতে 1,226টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে ৷ তাছাড়া ধর্ষণের চেষ্টার কোনও অভিযোগ এই সময়সীমায় কলকাতায় দায়ের হয়নি ৷

ফলে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা শহর অপরাধের নিরিখে অনেকটা নিরাপদ । আর এই তথ্যকেই নস্যাৎ করে দিলেন রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম ।

এদিকে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, 2020 সালে কলকাতায় শ্লীলতাহানির (Molestation) ঘটনা ঘটেছে 160টি ৷ যা 2021 এ কমে দাঁড়িয়েছে 127টি । এই সময়সীমায় দিল্লি ও মুম্বইতে শ্লীলতাহানির সংখ্যা যথাক্রমে 1023 এবং 644 ৷

2020 সালে কলকাতায় খুনের ঘটনা ঘটেছিল 53টি । যা 2021 সালে কমে হয়েছে 45টি । যেখানে কলকাতার তুলনায় দিল্লি এবং মুম্বইতে খুনের (Murder) সংখ্যা যথাক্রমে 458টি এবং 162টি ।

আরও পড়ুন :মহিলা সুরক্ষায় অন্যতম নিরাপদ কলকাতা, অসুরক্ষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি

Last Updated : Aug 30, 2022, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details