কলকাতা, 14 অক্টোবর: বউবাজারের মদন দত্ত লেনে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) সুড়ঙ্গের কাজের জন্য আবার ফাটল দেখা দিয়েছে অন্তত 14টি বাড়িতে ৷ যার জেরে ফের আতঙ্ক ছড়িয়ে বউবাজার এলাকায় (Bowbaza Metro Crisis) ৷ সেখানে সকাল থেকে উপস্থিত রয়েছেন কাউন্সিলর বিশ্বরূপ দে ৷ এ বার ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গেলেন চৌরঙ্গি বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Nayana Banerjee Visits Bowbazar Damage Houses) ৷ সঙ্গে ছিলেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ৷ সেখানেই বারবার একই ঘটনার জন্য ফের একবার মেট্রো রেল কর্তৃপক্ষকে নিশানা করলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ৷
এ দিন এলাকা পরিদর্শনে গিয়ে নয়না বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘‘মাটির উপরে কী কাজ হচ্ছে তা সবাই দেখতে পারছে ৷ কিন্তু, মাটির নীচে মেট্রো রেল কর্তৃপক্ষ কী করছে, তা কেউ জানে না ৷ আর কতদিন ? কতদিন এভাবে বাড়িগুলি ভেঙে পড়বে ৷ মেট্রো রেল কর্তৃপক্ষ কী করছে, তা আমরা জানতে চাই ৷ আর কতদিন মানুষকে দুঃশ্চিন্তা নিয়ে ঘুমোতে যেতে হবে ? আর কত বাড়িতে ফাটল ধরবে ?’’
যদিও, বিরোধীরা বউবাজার এলাকায় একের পর এক বাড়িতে ফাটলের ঘটনায় মেট্রো রেল নয় ৷ বরং মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছে বিরোধীরা ৷ তাদের সরাসরি অভিযোগ, রাজ্য সরকারের আপত্তিতেই মেট্রো রেলকে তাঁদের পরিকল্পনা বদলে ফেলতে হয়েছে ৷ নতুন মেট্রো রুটের পরিকল্পনা রাজ্য সরকারের পরামর্শ মতো হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধীরা ৷ ফলে এই পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার দায়ী বলে অভিযোগ উঠেছে ৷
আর কতদিন মানুষকে আতঙ্কে কাটাতে হবে? প্রশ্ন বিধায়ক নয়নার আরও পড়ুন:ফের বউবাজারে ফাটল-আতঙ্ক! মদন দত্ত লেন ছাড়ছেন স্থানীয়রা
প্রসঙ্গত, এ দিন ভোরের আলো ফুটতেই মাথায় বাজ পড়ার পরিস্থিতি তৈরি হয় বউবাজারের মদন দত্ত লেনের 14টি বাড়ির বাসিন্দাদের ৷ বাড়ির দেওয়াল মেঝে ও সিঁড়িতে বড় বড় ফাটল দেখতে পান তাঁরা ৷ আতঙ্কে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দারা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ সঙ্গে সঙ্গে বউবাজার থানার পুলিশ এবং কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছন ৷ খবর দেওয়া হয় কেএমআরসিএল ও কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে ৷ খবর পেয়ে সাত সকালেই মদন দত্ত লেনে পৌঁছন কেএমআরসিএল ও কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়াররা ৷ পরিস্থিতি খতিয়ে দেখে সবক’টি বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, 15 দিনের মধ্যে ক্ষতিপূরণ দেবে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ কিন্তু, বসতবাড়ি ছেড়ে বেরিয়ে আসা যে, কতটা কষ্টের তা যে না ভুগেছে, তাঁর পক্ষে বলা কখনই সম্ভব নয় ৷