কলকাতা, 24 অগস্ট: দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের 60 হাজার টাকা করে অনুদান দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল (PIL Against Durga Puja Donations) ৷ জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের তরফে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ৷ শুক্রবার এই মামলার শুনানি হতে পারে ৷ আদালতে মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, ক্লাবগুলিকে 60 হাজার টাকা করে অনুদান জনগণের টাকার অপব্যবহার ৷
গত পরশু নেতাজি ইন্ডোরে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে ক্লাব ও পুজো কমিটিগুলিকে গতবারের থেকে 10 হাজার টাকা থেকে বাড়িয়ে 60 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এ নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল ৷ আবেদনে মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, রাজ্য সরকার জনগণের টাকার অপব্যবহার করছে ৷ আদালতে তাঁরা জানান, এর ফলে প্রায় তিনশো কোটি টাকা খরচ হবে ৷ যেখানে প্রায় প্রতিদিনই মুখ্যমন্ত্রী দাবি করছেন, রাজ্যের ভাঁড়ার শূন্য ৷ ঋণের বোঝা রয়েছে ৷ সেখানে ধর্মীয় অনুষ্ঠানে অনুদান দেওয়া বেআইনি বলে আদালতে জানিয়েছে মামলাকারীরা ৷