পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মহামারি পীড়িত পৃথিবীতে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তায় আরও বেশি প্রাসঙ্গিক মহলানবিশ

কলকাতার 201 কর্নওয়ালিস স্ট্রিটে প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্ম হয় 1893 সালের 29 জুন ৷ প্রেসিডেন্সি কলেজ থেকে 1912 সালে পদার্থবিজ্ঞানে অনার্স সহ স্নাতক হন । পরবর্তী পড়াশোনার জন্য 1913 সালে ইংল্যান্ডে যান । 1915 সালে কেমব্রিজের পদার্থবিদ্যার পাঠ শেষ করেন ৷ কিন্তু, দেশে ফেরার পথে লন্ডনের কিংস কলেজের লাইব্রেরিতে ‘বায়োমেট্রিকা’ নামের সেই সময়কার বিখ্যাত স্ট্যাটিসটিক্স জার্নাল চোখে পড়ে প্রশান্তচন্দ্রের ৷

national-statistics-day-birth-day-of-prasanta-chandra-mahalanobis
national-statistics-day-birth-day-of-prasanta-chandra-mahalanobis

By

Published : Jun 29, 2021, 6:56 PM IST

Updated : Jun 29, 2021, 7:49 PM IST

কলকাতা, 29 জুন: আজ সকালেই ভারত সরকারের সংস্কৃতিমন্ত্রক টুইট করেছে, "জন্মদিনের শ্রদ্ধা পদ্মভূষণ ভারতের রাশিবিজ্ঞানের জনক অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশকে ৷ তিনি ছিলেন দক্ষ পদার্থবিদ, প্রবৃত্তিগতভাবে রাশিবিজ্ঞানী এবং একজন দৃঢ় সংকল্পের পরিকল্পক ৷"

বস্তুত উনিশ শতকের বিরল বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালিদের মধ্যে অন্যতম প্রশান্তচন্দ্র মহলানবিশ ৷ যিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট গড়ে তোলেন ৷ তিনিই 1922-এর উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার পর তার আগের 50 বছরের বৃষ্টিপাত ও বন্যার পরিসংখ্যান বিশ্লেষণ করে সাহায্য করেন প্রশাসনকে ৷ রাশিবিজ্ঞানকে মানবকল্যাণে লাগানোর এই ধরনের কাজ ভারতে সেই প্রথম ৷ এই প্রশান্তচন্দ্রই নেহরুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য ৷ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালেই শিল্পায়নকে গুরুত্ব দিয়েছিলেন তিনি ৷ প্রশান্তচন্দ্রের এতখানি ছড়ানো কাজের পরিসরের জন্যই তাঁকে শ্রদ্ধা জানাতে জাতীয় পরিসংখ্যান দিবসে এমন টুইট করেছে ভারতের সংস্কৃতি মন্ত্রক ৷ বলা বাহুল্য, 29 জুন যে জাতীয় পরিসংখ্যান দিবস, তা বাংলা তথা ভারতের গর্ব বিশ্বের অন্যতম সেরা রাশিবিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মদিনকে মনে রেখেই ৷

কলকাতার 201 কর্নওয়ালিস স্ট্রিটে প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্ম হয় 1893 সালের 29 জুন ৷ পিতামহ ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা গুরুচরণ মহলানবিশ ৷ বাবার নাম প্রবোধচন্দ্র মহলানবিশ ৷ শিক্ষিত, পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হন ভবিষ্যতের মহান রাশিবিজ্ঞানী ৷ প্রেসিডেন্সি কলেজ থেকে 1912 সালে পদার্থবিজ্ঞানে অনার্স সহ স্নাতক হন । পরবর্তী পড়াশোনার জন্য 1913 সালে ইংল্যান্ডে যান । 1915 সালে কেমব্রিজের পদার্থবিদ্যার পাঠ শেষ করেন ৷ কিন্তু, দেশে ফেরার পথে লন্ডনের কিংস কলেজের লাইব্রেরিতে ‘বায়োমেট্রিকা’ নামের সেই সময়কার বিখ্যাত স্ট্যাটিসটিক্স জার্নাল চোখে পড়ে প্রশান্তচন্দ্রর ৷ একটু পড়ে দেখতে গিয়ে জার্নালটি কিনেই ফেলেন প্রশান্তচন্দ্র । জাহাজে করে দেশে ফেরার পথে ওই জার্নালে বুঁদ হন ৷ কলকাতায় ফিরেও চলে নয় খণ্ডের ‘বায়োমেট্রিকা’ পাঠ । এতেই বদলে গেল জীবনের গতিপথ । জন্ম হল যুগস্রষ্টা রাশিবিজ্ঞানীর । ভারতে সূচিত হল বিজ্ঞান-চর্চার এক নতুন ধারা ৷

আজকের যুগ পরিসংখ্যানের যুগ ৷ ব্যবসা-বাণিজ্য থেকে সরকার চালানো রাশিবিজ্ঞান ছাড়া অসম্ভব ৷ তবে কম্পিউটার, সফটঅয়্যার, হাজারো অ্যাপের কল্যাণে, অন্তর্জাল লাইব্রেরির দৌলতে তা অনেকটাই সহজ ৷ প্রশান্তচন্দ্র সে যুগে প্রযুক্তির বিন্দুমাত্র দাক্ষিণ্য ছাড়া বড়সড় পরিসংখ্যানের কাজ করেছিলেন । 1922-এর উত্তরবঙ্গের বন্যার কথা আগেই বলা হয়েছে ৷ 1926-এর ওড়িশার বন্যা প্রসঙ্গে তাঁর বিগত 60 বছরের তথ্যের ভিত্তিতে মহানদীতে হীরাকুঁদ বাঁধ তৈরি হয় । বাংলার পাট উৎপাদন নিয়েও তাঁর পরিসংখ্যান কাজে এসেছিল সরকারের । পরিবর্তীকালে চল্লিশের দশকে বাংলার দুর্ভিক্ষের প্রেক্ষিতে একটি বড় সমীক্ষা করেন প্রশান্তচন্দ্র । তাতে জানা যায়, প্রায় চল্লিশ লাখ মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে দুর্ভিক্ষের ফলে ।

আইএসআই প্রতিষ্ঠা ছাড়াও 1933 সাল থেকে রাশিবিজ্ঞানের ভারতীয় জার্নাল ‘সংখ্যা’-র প্রকাশ প্রশান্তচন্দ্র মহলানবিশের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ । 1956 সালে তাঁর উৎসাহেই উন্নত গণনার কথা ভেবে আইএসআইয়ে আসে ভারতের প্রথম কম্পিউটার ।

কর্মযোগী মানুষটি জীবনে অসংখ্য সম্মান পেয়েছেন ৷ যার মধ্যে অন্যতম ব্রিটিশ সাম্রাজ্যের অর্ডার অফ অফিসার (সিভিল বিভাগ), রয়েল সোসাইটির ফেলো, কেমব্রিজের কিংস কলেজের অনারারি ফেলো, আমেরিকান পরিসংখ্যান সমিতির ফেলো, পদ্মভূষণ ইত্যাদি ৷ প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রয়াত হন 28 জুন, 1972 সালে ৷

আজকের দিনে মহামারি পরিস্থিতিতে পরিসংখ্যানের ব্যবহারিক প্রয়োগ অতি গুরুত্বপূর্ণ ৷ যখন দেশের জিডিপি তলানিতে । লকডাউনে কাজ হারাচ্ছেন মানুষ । সঠিক সমীক্ষায় ক্ষয়ক্ষতির পরিসংখ্যান বুঝে নেওয়াটা অতি জরুরি ৷ যাতে করে বিধ্বস্ত পরিস্থিতি সামাল দেওয়া যায় ৷ যাতে করে সুরক্ষিত হয় আগামী ৷ এমন সময়ে প্রশান্তচন্দ্র মহলানবিশের মতো রাশিবিজ্ঞানীকে আরও বেশি করে মনে পড়বেই ৷

Last Updated : Jun 29, 2021, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details