কলকাতা, 27 জানুয়ারি: বক্সা-জয়ন্তীতে বেআইনি হোটেল-রেস্তোরাঁ এখনও কেন বন্ধ করা হচ্ছে না, রাজ্যের কাছে এই প্রশ্নের জবাব তলব করল জাতীয় পরিবেশ আদালত (National Green Tribunal on Buxa tiger reserve forest)। এব্যাপারে তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পরিবেশকর্মী সুভাষ দত্তের দায়ের করা মামলায় পরিবেশ আদালতের পূর্বাঞ্চল শাখার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ।
এর আগে 2017 সালে বক্সা-জয়ন্তীতে গড়ে ওঠা বেআইনি বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ তারপরেও বন দফতরের জমিতে পরিবেশের ক্ষতি করে রমরমিয়ে হোটেল ও রেস্তোরাঁ নির্মাণ অব্যাহত ছিল বলে অভিযোগ । এই ব্যাপারে রাজ্যের হলফনামা তলব করেছিল পরিবেশ আদালত ।
রাজ্যের তরফে 24 জানুয়ারি একটি হলফনামায় জানানো হয়েছে, বক্সাতে (Buxa tiger reserve forest news) 69টি বেসরকারি হোটেল-রেস্তোরাঁ ও হোম স্টে রয়েছে । রাজ্যের অধীনে থাকা কুড়িটি হোটেল-রেস্তোরাঁ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে । বেসরকারি মালিকানায় থাকা হোটেল-রেস্তোরাঁগুলিকে ভেঙে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল আলিপুরদুয়ারের পুলিশ সুপারের মাধ্যমে । কিন্তু সেগুলি আদৌ ভাঙা হয়েছে কি না, হলফনামায় (National Green Tribunal seeks affidavit from state) তা স্পষ্ট করা হয়নি ।
আরও পড়ুন:Bhutia Basti Relocation : বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে সরছে ভুটিয়া বস্তি