কলকাতা, 1 জুন : আগামী দু'মাসের মধ্যে বক্সা টাইগার রিজার্ভের সমস্ত অবৈধ হোটেল, রিসর্ট ও রেস্তরাঁ বন্ধ করার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত (National Green Tribunal orders to Buxa Tiger Reserve)। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও জেলা শাসককে দু'মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত ।
পরিবেশ কর্মী সুভাষ দত্ত উত্তরবঙ্গের পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে 2015 সালে জাতীয় পরিবেশ আদালতে একটি মামলা দায়ের করেন । মামলার বিষয় ছিল উত্তরবঙ্গের বিভিন্ন নদীর চর দখল করে অবৈধভাবে বালি, পাথর নদী থেকে তোলা, নদীতে ফেলা, বক্সা টাইগার রিজার্ভে বেআইনি হোটেল, লজ, রিসোর্ট বানানো । জঙ্গলের মধ্যে ও নদীর উপর বেআইনিভাবে ক্রাসার বসানো ইত্যাদি । এর আগে পরিবেশ আদালত একাধিক নির্দেশ দিয়েছে । গত 30 মে মামলাটির নিস্পত্তি হয়েছে । তাতেই জাতীয় পরিবেশ আদালত ফের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দান করেছে ৷
প্রথমত : আলিপুর দুয়ারের ওদলাবারিতে লৈতি নদীর উপর পাথর ভাঙার মেশিন নদীর 100 ফুটের মধ্যেই কাজ করছে । কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গাইডলাইন অনুয়ায়ী পাথর ভাঙার কারখানা ও যন্ত্র নদী থেকে 200 মিটার দূরে থাকার কথা । রাজ্য দুষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও জেলা শাসককে এই ক্রাসারটিকে দু'মাসের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত ।