কলকাতা, 1 ডিসেম্বর : পুরভোটের প্রচারে রাজ্য স্তরের নেতাদের উপরই ভরসা করছে বঙ্গ বিজেপি (Bengal BJP) ৷ এই বছরের গোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতারা কার্যত নিত্য যাতায়াত করেছেন এই রাজ্যে প্রচারের জন্য । যেমন এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেমনই এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও । কিন্তু এর ফল হয়েছে উল্টো । রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বারংবার বহিরাগত তত্ত্বে আক্রমণ করেছিল গেরুয়া শিবিরকে । তৃণমূল কংগ্রেসের এই বহিরাহত তত্ত্বে বিশেষ সাড়া দিয়েছিলেন রাজ্যের মানুষ । বিপুল সংখ্যক আসনে জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস ।
এবার কলকাতা পৌরনিগম নির্বাচনে সেই একই ভুল আর করতে চাইছে না বিজেপি নেতৃত্ব । বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এবার কলকাতা পৌরনিগমের নির্বাচনে দিল্লির কোনও হেভিওয়েট নেতা-মন্ত্রী রাজ্যে প্রচারে আসছেন না । শুধু দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব নয়, বিজেপি শাসিত কোনও রাজ্য থেকেই বাংলায় পৌরভোটে প্রচারে আসবেন না নেতারা ৷
এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নয়, বাংলায় আমরা নতুন মুখ তৈরি করতে চাই । যদি আমরা বাংলায় বিজেপির মুখ তৈরি করতে না পারি, তাহলে আগামী দিনে বিজেপি এগোবে না । আর এটা স্থানীয় এলাকা ভিত্তিক নির্বাচন । এখানে স্থানীয় ইস্যুগুলিকেই আমরা সামনে আনতে চাই । তাই দিল্লি নয়, বাংলার নেতাদেরই প্রচারের মুখ করা হবে ৷"