কলকাতা, 25 সেপ্টেম্বর : মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI)-র বিলোপ ঘটিয়ে NMC (ন্যাশনাল মেডিকেল কমিশন) চালুর জন্য গতকাল (24 সেপ্টেম্বর) গেজেট নোটিফিকেশন ইশু করেছে কেন্দ্র । এর প্রতিবাদে আজ কলকাতায় ওই গেজেট নোটিফিকেশনের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদে সামিল হল NMC বিরোধী ন্যাশনাল অ্যাকশন ফোরাম । কালো ব্যাজ পরে আজ দেশজুড়ে ব্ল্যাক ডে পালনের কর্মসূচি গ্রহণ করে এই অ্যাকশন ফোরাম । NMC বিরোধী আন্দোলন জারি থাকবে বলেও জানিয়েছে তারা ।
1956 সালে তৈরি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া-র বিলোপ ঘটিয়ে ন্যাশনাল মেডিকেল কমিশন গঠনের বিরুদ্ধে, গত বছর চিকিৎসকদের বিভিন্ন সংগঠন প্রতিবাদে সামিল হয়েছিল । এই প্রতিবাদে সামিল হয়েছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-ও । প্রতিবাদের অঙ্গ হিসাবে দেশজুড়ে এমারজেন্সি বাদে হাসপাতালের অন্যান্য পরিষেবা বন্ধ রাখার কর্মসূচিও গ্রহণ করে IMA । আজ, ন্যাশনাল অ্যাকশন ফোরাম এগেইনস্ট ন্যাশনাল মেডিকেল কমিশন (NAF-NMC)-এর এগজ়িকিউটিভ কমিটির এক সদস্য, চিকিৎসক সামস মুসাফির জানিয়েছেন, গতকাল একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আজ (25 সেপ্টেম্বর) থেকে এদেশে মেডিকেল শিক্ষা পরিচালনার দায়িত্ব নিচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশন (NMC) এবং 1956-র মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI)-কে বাতিল করে দেওয়া হল । এর প্রতিবাদে আজ দেশজুড়ে ব্ল্যাক ডে পালনের ডাক দেয় NAF-NMC।
এদিকে, NAF-NMC-র এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজ কলকাতায় NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে NMC চালুর ওই গেজেট নোটিফিকেশনের একটি প্রতিলিপি পোড়ানো হয় । পরে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে NAF-NMC । NAF-NMC-র সম্পাদক, চিকিৎসক বিপ্লব চন্দ্রর নেতৃত্বে কলকাতার বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র-ছাত্রী এবং চিকিৎসকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন । NAF-NMC-র তরফে জানানো হয়েছে, লকডাউনের কারণে বাড়িতে রয়েছেন এমন ছাত্র-ছাত্রীরাও আজ সোশাল মিডিয়ার মাধ্যমে ওই গেজেট নোটিফিকেশনের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ।