পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টিভিতে নার্সদের নিয়ে "কদর্য বিনোদন", ক্ষমা চাওয়ার দাবি - nasty entertainment program with nurses

একটি বাংলা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত জনপ্রিয় একটি অনুষ্ঠানে নার্সদের অত্যন্ত কুরুচিকরভাবে উপস্থাপনা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে নার্সেস ইউনিটি।

COVID-19
টিভিতে নার্সদের নিয়ে "কদর্য বিনোদন"

By

Published : Aug 6, 2020, 5:34 AM IST

কলকাতা, 6 অগাস্ট : COVID-19-এর সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে বেসরকারি একটি বাংলা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত জনপ্রিয় একটি অনুষ্ঠানের একটি পর্বে নার্সদের বিষয়টিকে "অত্যন্ত কুরুচিকর" রূপে উপস্থাপনা করা হয়েছে। এই অভিযোগ তুলে ওই চ্যানেলের প্রোগ্রাম হেড-কে নার্সদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে নার্সেস ইউনিটি। এর পাশাপাশি ওই পর্বটিকে সব মাধ‍্যম থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নার্সদের এই সংগঠন জানিয়েছে, নার্সদের নিয়ে এমন "কদর্য বিনোদনে"র বিরুদ্ধে প্রশাসনের সংশ্লিষ্ট স্তরে অভিযোগ জানানো হবে।

বেসরকারি ওই টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানের ওই পর্বটি সম্প্রচারিত হয়েছে 3 অগাস্ট। সম্প্রচারিত এই পর্বের বিষয়টি নজরে আসার পরে প্রতিবাদ জানিয়েছে নার্সদের সংগঠন, নার্সেস ইউনিটি। বুধবার, ৫ অগাস্ট নার্সদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, বেসরকারি একটি বাংলা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় একটি অনুষ্ঠানে 3 অগাস্টের পর্বে নার্সদের নিয়ে "অত্যন্ত কুরুচিকর" অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে। COVID-19-এর সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে নার্সরা এবং COVID-19 রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত অন্যরা এই মারণ ভাইরাসের মোকাবিলা করছেন জীবনের ঝুঁকি নিয়ে। ইতিমধ্যেই অনেক নার্স COVID-19-এ আক্রান্ত হয়েছেন, COVID-19-এ আক্রান্ত নার্সের মৃত্যুও হয়েছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে নার্সদের নিয়ে এমন "কদর্য বিনোদনে" উপস্থাপনার কারণে নার্সিং সমাজ আহত। এই ঘটনার নিন্দা, প্রতিবাদ জানানো হচ্ছে। নার্সেস ইউনিটির তরফে জানানো হয়েছে, COVID-19-এর এই সময় যাঁরা বিনোদন পরিবেশনার দায়িত্বে রয়েছেন, তাঁদের কাছ থেকে সুশীল সমাজ আরও একটু দায়বদ্ধতা আশা করে।

তবে, শুধুমাত্র নিন্দা এবং প্রতিবাদ নয়। নার্সেস ইউনিটি দাবি করেছে, জনপ্রিয় ওই অনুষ্ঠানের ওই পর্বটি বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে। সম্প্রচারিত এই পর্বটিকে সমস্ত মাধ্যম থেকে সরিয়ে দিতে হবে। ওই চ্যানেলের প্রোগ্রাম হেড-কে নার্সদের কাছে ক্ষমা চাইতে হবে। অন‍্যথায় নার্সদের এই সংগঠন আরও বড় প্রতিবাদে যেতে বাধ্য হবে, যেটা একেবারেই এই সময় কাম্য নয়।

নার্সেস ইউনিটির সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "মানুষের জীবন যখন সংকটে, নার্সরা তখন নিজেদের জীবনকে ঝুঁকিতে রেখে দায়িত্ব নিয়ে কাজ করছেন বলেই মারণ এই ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছেন। বিনোদন পরিবেশন যাঁরা করছেন, তাঁদের কিছু দায়িত্ব থাকার কথা। তাঁরা যা খুশি তাই করতে পারেন না।" তিনি বলেন, "নার্সদের নিয়ে অত্যন্ত কুরুচিকর অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে। এমন কদর্য বিনোদনের বিরুদ্ধে প্রশাসনের সংশ্লিষ্ট স্তরে আমরা অভিযোগ জানাব।"

ABOUT THE AUTHOR

...view details