পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Ballygunge Bye Poll : বালিগঞ্জে বাবুলের প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন শাহের ভাইঝি - Naseeruddin Shah relative CPIM candidate Saira Shah Halim contesting from Ballygunge

বালিগঞ্জ কেন্দ্রে সিপিএমের প্রার্থী নাসিরুদ্দিন শাহর ভাইঝি সায়রা শাহ হালিম (CPIM candidate Saira Shah Halim contesting from Ballygunge) ৷ অভিনন্দন জানিয়ে চাচা নাসিরউদ্দিন তাঁকে টেক্সট করেছেন, জানালেন সায়রা ৷

Saira Shah Halim
বালিগঞ্জে বাবুলের প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন শাহের ভাইঝি

By

Published : Mar 17, 2022, 8:30 PM IST

কলকাতা, 17 মার্চ : সিপিআইএমের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে নেমেছেন বালিগঞ্জ কেন্দ্র থেকে (CPIM candidate Saira Shah Halim contesting from Ballygunge) ৷ জানালেন, এই কেন্দ্রে লড়াই কঠিন হবে ৷ তবে তিনি এখানে একজন পরিচিত মুখ ৷ কারণ তাঁর বিভিন্ন সময়ের কার্যকলাপ ৷ তাই নিজের প্রতি তাঁর আস্থা রয়েছে ৷ পাশাপাশি জানালেন, প্রার্থী হওয়ার পর চাচা নাসিরুদ্দিন শাহ তাঁকে অভিনন্দন জানিয়েছেন ৷

বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র প্রতিদ্বন্দ্বী সায়রা শাহ হালিম বলেন, "অভিনন্দন জানিয়ে নাসির চাচা আমাকে টেক্সট করেছেন । উনি এখন গুজরাতে শুটিংয়ে ব্যস্ত । আমার বাবা ছিলেন আর্মি অফিসার । তারই ভাই নাসিরউদ্দিন শাহ । প্রচারে আসবেন কি না, তার পরিকল্পনা করা হয়নি । তবে ওঁর সমর্থন আমাদের সঙ্গে রয়েছে ৷" এভাবেই নাসিরউদ্দিন শাহর সঙ্গে নিজের সম্পর্কের কথা জানালেন সায়রা ৷

আসন্ন বালিগঞ্জের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী সায়রা । কর্পোরেট চাকরি ছেড়ে পুরোদস্তুর রাজনীতির মঞ্চে বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ । গত বিধানসভা নির্বাচনের স্বামী চিকিৎসক ফুয়াদ হালিমের প্রচারে ছিলেন তিনি । এবারে নিজে প্রার্থী হয়ে বালিগঞ্জ কেন্দ্রের প্রতিটি মহল্লার প্রতিটি বাড়িতে পৌঁছনোর চেষ্টা করছেন সায়রা ।

বালিগঞ্জে লড়াই কঠিন, জানালেন সায়রা

"বালিগঞ্জ কেন্দ্র আমার কাছে অপরিচিত নয় । এনআরসি আন্দোলনের সময় আমি কাজ করেছি । প্রতিটি কমিউনিটির প্রতিনিধিত্ব করতে চাই আমি," হিন্দি-ইংরেজি আর ভাঙা বাংলা মিশিয়ে বললেন সায়রা শাহ হালিম । বিধানসভায় বামেদের বর্তমান প্রতিনিধির সংখ্যা শূন্য । বিরোধী রাজনীতিতে কিছুটা হলেও ব্যাকফুটে বামপন্থীরা । এই অবস্থায় সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে তৈরি হওয়া শূন্যস্থান বাম দখলে নিয়ে আসা চ্যালেঞ্জ । প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের বাবুল সুপ্রিয় । চ্যালেঞ্জ জেতা কঠিন হলেও তা পাত্তা দিচ্ছেন না সায়রা । বললেন, "প্রতিপক্ষ নয়, নিজের দলের প্রতি আস্থা রেখেই জিততে চাই ।"

আরও পড়ুন : CPIM New state Secretary Md Salim : সিপিআইএমের নয়া রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details