পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নভেম্বরে তিন বার পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রী - sekh hasina

নভেম্বর মাসে তিনবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী । খবর BJP সূত্রে। ৫ নভেম্বর পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে, ১১ নভেম্বর শান্তিনিকেতন বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে ও 22 নভেম্বর কলকাতায় ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মোদির ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Oct 25, 2019, 9:16 AM IST

Updated : Oct 25, 2019, 9:21 AM IST

কলকাতা, ২৫ অক্টোবর : নভেম্বর মাসে তিনবার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । BJP সূত্রে খবর এমনই ৷ তবে প্রধানমন্ত্রীর এই সফরের সঙ্গে কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলেই শোনা যাচ্ছে ।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর পোর্ট ট্রাস্টের সার্ধশতবর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি কলকাতায় আসছেন । এরপর ১১ নভেম্বর শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসাবে উপস্থিত থাকবেন তিনি । ফের কলকাতায় প্রধানমন্ত্রীর আসার কথা ২২ নভেম্বর । ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা । ওইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা রয়েছে ।

এবিষয়ে BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "এই রাজ্য সফর সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচির অংশ । শোনা যাচ্ছে, BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ।

Last Updated : Oct 25, 2019, 9:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details